বাংলাহান্ট ডেস্ক: বড়দিনের প্রাক্কালে সুন্দরী কলকাতায় নিজের জীবনের সুন্দরীকে নিয়ে হাজির টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander paes)। প্রেমিকা অভিনেত্রী কিম শর্মাকে (kim sharma) নিয়ে কলকাতায় ঘুরছেন তিনি। ক্রিসমাস ইভে আলোয় আলোয় সেজে ওঠা পার্কস্ট্রিটের রাস্তায় কিমের গালে আদুরে চুম্বন এঁকে দিলেন লিয়েন্ডার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে শীতের আমেজ গায়ে মেখে কিমের গালে উষ্ণ চুম্বন এঁকে দিচ্ছেন লিয়েন্ডার। দুজনেই সেজে উঠেছেন শীত পোশাকে। ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট পার্কস্ট্রিটের আলোর রোশনাই। অপর একটি ছবিতে পার্কস্ট্রিটের আমেজকে যেন দু হাত ভরে জড়িয়ে ধরতে চেয়েছেন কিম।

কলকাতায় এক পাঁচতারা হোটেলে রয়েছেন লিয়েন্ডার ও কিম। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর পরিবারও। এক ফাঁকে শপিং মলে গিয়েও ঘুরে এসেছেন সকলে। সেখানেও লিয়েন্ডারের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন কিম।
কয়েক মাস আগে আচমকাই সংবাদ শিরোনামে উঠেছিল লিয়েন্ডার ও কিমের প্রেম কাহিনি। চুপিচুপি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন দুজনে। কিন্তু ভাবতে পারেননি সে ছবি ভাইরাল হয়ে যাবে। তারপর অবশ্য সম্পর্কটা লুকোনোর খুব একটা চেষ্টা করেননি কেউই। প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে। আর এবারে কলকাতায় এসেই প্রেমকে সর্বসমক্ষে স্বীকৃতি দিলেন লিয়েন্ডার কিম।
https://www.instagram.com/p/CX1d9bVLgoG/?utm_medium=copy_link
উল্লেখ্য, সম্প্রতি নতুন কেরিয়ারও শুরু করেছেন লিয়েন্ডার পেজ। তিনি এখন শুধুই টেনিস তারকা নন, রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। গোয়ায় তৃণমূলের সভায় সদস্য পদ গ্রহণ করেছেন তিনি। এখন সেই সূত্রে মাঝে মধ্যেই কলকাতায় আসেন লিয়েন্ডার। কলকাতা পুরভোটের সময়ে তৃণমূলের প্রচারেও দেখা মিলেছিল তাঁর।
প্রসঙ্গত, ২০০০ সালে যশ চোপড়ার মহব্বতে ছবির হাত ধরেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন কিম শর্মা। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে তুমসে আচ্ছা কউন হ্যায়, নহলে পে দহেলা, কুড়িয়ো কা হ্যায় জমানা, ফিদা সহ বেশ কিছু ছবি।





Made in India