বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (Sri Harmandir Sahib), এই মন্দির ভারতে থাকা প্রথম সারির মন্দির গুলির মধ্যে অন্যতম। এই মন্দির হল শিখদের প্রধান ধর্মীয় স্থান। সম্পূর্ণ সোনায় মোড়া এই মন্দির দর্শনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন।

কথিত আছে ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রাম দাস সাহেবের উদ্যোগেই এই মন্দির নির্মিত হয়েছিল। তবে মন্দির নির্মানের প্রথম দিন থেকেই এই মন্দির কিন্তু স্বর্ণাবৃত ছিল না। মন্দির নির্মানের প্রায় দুই শতাব্দী পরে মহারাজা রঞ্জিত সিংহ ১৮৩০ সালে প্রায় ১৬২ কেজি সোনা দিয়ে এই মন্দির আবৃত করেছিলেন। তখনকার দিনে যার দাম পড়েছিল প্রায় ৬৫ লক্ষ টাকা।

পরবর্তীতে ১৯৯০ সালে ৫০০ কেজি দিয়ে প্রায় ১৪০ কোটি টাকা খরচা করে আবারও এই মন্দিরটিকে সোনা দিয়ে পুনঃআবরণ করা হয়েছিল। এইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ কারিগর নিয়ে এসে ২৪ ক্যারেট সোনা দিয়ে প্রায় চার বছর ধরে এই মন্দির সোনায় মোড়া হয়েছিল।

বলা হয় যে, পাঞ্জাবের এই স্বর্ণ মন্দিরের সোনা প্রায় ৪০০ বছর ধরে অক্ষত থাকবে। এই মন্দিরের পরিষ্কারকরণ এবং রক্ষণাবেক্ষণ এবং ল্যাঙ্গারের সেবা প্রদানের কাজ স্বেচ্ছাসেবীরা বিনামূল্যেই করে থাকেন। প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্ত আসেন এই মন্দির দর্শনে।

এই মন্দিরের বিষয়ে একটি গুরুত্ব পূর্ণ তথ্য হল সৌন্দর্য এবং আকর্ষণের দিক থেকে প্রথম সারিতে থাকা এই মন্দির ভারতের ধনী মন্দিরের তালিকার সপ্তম স্থানে রয়েছে। তবে প্রতিদিন প্রচুর পরিমাণে ভক্তের আগমন থাকলেও, এই মন্দিরের অর্থভাণ্ডার সম্বন্ধে এখনও বিশেষ কিছু জানা যায়নি।





Made in India