বাংলাহান্ট ডেস্ক : লেপার্ডকে খাঁচা বন্দি করার জন্য টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। ৭ দিন পর ছাগলের লোভে সেই খাঁচায় এসে ধরা দিল লেপার্ড (Leopard)। ঘটনাটি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বাতাবাড়ি চা বাগানের। একটি লেপার্ড বাতাবাড়ি চা বাগানের পাঁচ/বি সেকশনে খাঁচা বন্দি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
খাঁচা থেকে লেপার্ড এর আওয়াজ স্থানীয় বাসিন্দারা শুনতে পান এদিন সকালে। এরপর সবাই এসে দেখেন খাঁচায় বন্দি হয়ে লাফালাফি করছে একটি পূর্ণবয়স্ক লেপার্ড। লেপার্ড ধরা পরার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। এরপর বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় লেপার্ডটিকে।
প্রসঙ্গত, এই লেপার্ডটি চা বাগান থেকে সন্ধ্যার পর কয়েক দিন ধরে ঢুকে পড়ছিল শ্রমিক মহল্লায়। বাড়ির ছাগল, কুকুর ইত্যাদি নিয়ে যাচ্ছিল সেটি। লেপার্ড এর ভয়ে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে পারছিলেন না বাসিন্দারা। এমনকি রক্ষীরা রাত্রে আতঙ্কে চা বাগান পাহারাও দিচ্ছিলেন না। এরপর স্থানীয়রা বনদপ্তরের কাছে আবেদন জানান লেপার্ড বন্দি করার জন্য যাতে খাঁচা বসানো হয়।

বাগানের ফাইভ বি সেকশনে বনদপ্তরের পক্ষ থেকে ২৪ শে জুলাই খাঁচা বসানো হয়। টোপ হিসাবে রাখা হয় একটি ছাগল। সাত দিন পর সেই খাঁচায় বন্দি হয় লেপার্ড। লেপার্ডটি বন্দি হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সূত্রে খবর, ধরা পড়া লেপার্ডটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এটিকে ছেড়ে দেওয়া হবে গরুমারা জঙ্গলে।





Made in India