বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) হলেন ভারত তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। ভারতীয় দলে (Indian Cricket Team) খেলার সময় নিজের ব্যাটিং উইকেটকিপিং অধিনায়কত্ব এবং স্টাইলের মধ্যে দিয়ে তিনি বিশ্বজুড়ে অসংখ্য ক্রিকেটপ্রেমীর মন জয় করেছেন। সেই তালিকায় মহিলাদের সংখ্যাটা নেহাত কম নয়। তার বরাবরের মার্জিত ব্যক্তিত্ব ও কথাবার্তার পাশাপাশি নতুন স্টাইল বা লুকে অবতীর্ণ হওয়ার প্রবণতা তাকে তরুণী মহলে সব সময়ই জনপ্রিয় করে তুলেছে।
ধোনি যখন নিজের কেরিয়ারের শুরুর দিকে অর্থাৎ সবে জাতীয় দলের সুযোগ পেয়েছেন তখন তার লম্বা চুলের স্টাইল বেশ জনপ্রিয় হয়েছিল এবং ওই বিশেষ স্টাইলের চুলের কারণে তার ভক্ত সংখ্যাও বেড়েছিল। এখন ৪১ বছর বয়সে নিজের ক্রিকেট জীবনের শেষ প্রান্তে পৌঁছে ফের একবার কিছুটা পুরনো লুকে ধরা দিলেন তিনি।
যদিও ধোনি একসময় জানিয়েছিলেন যে তাকে আর কোনওদিনও সেই গোড়ার দিকের লম্বা চুলযুক্ত লুকে আর দেখা যাবে না, কিন্তু একটা বিজ্ঞাপনের প্রয়োজনে তাকে ফিরে আবার পুরো একই না হলেও কিছুটা লম্বা চুল যুক্ত লুকে দেখা গেল। সম্ভবত কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের কারণেই পুরোনো লুকে ফিরেছেন মাহি।
আরও পড়ুন: বিশ্বকাপের দলে পাননি জায়গা, শতরান করে BCCI-কে জবাব দিলেন এই তারকা
জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম তাকে আবার এই রূপে ফিরিয়ে এনেছেন। তারপর সোশ্যাল মিডিয়ায় ধোনির একগুচ্ছ নতুন লোকের ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই সঙ্গে ধোনির সঙ্গে কাজ করার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশাল একটি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এই হেয়ার স্টাইলিস্ট।

মহেন্দ্র সিংহ ধোনি এখন শুধুমাত্র আইপিএলের মঞ্চেই ক্রিকেট খেলেন। জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেট থেকে দীর্ঘদিন হয়ে গেল তিনি বিদায় নিয়েছেন। আসন্ন আইপিএলে ফের তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে কোন নিশ্চয়তা তিনি দেননি। শুধু জানিয়েছেন যে ভক্তদের জন্যই আবার একবার হয়তো ফেরার চেষ্টা করবেন। আপাতত তিনি বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।





Made in India