বাংলাহান্ট ডেস্ক : SSC কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী যোগ নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। তদন্ত করতে গিয়ে গোয়েন্দা অফিসারেরা পার্থ চট্টোপাধ্যায়ের দুজন বান্ধবীর খোঁজ পেয়েছিলেন। একজন হলেন উঠতি অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায়, অন্যজন অধ্যাপিকা মোনালিসা দাস। এই দুইজনের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে আরো একজনের নাম উঠে আসছে। তিনি হলেন ডক্টর অহনা চক্রবর্তী। পার্থ চট্টোপাধ্যায় এই তৃতীয় বান্ধবীর খোঁজ পাওয়া গেল নদিয়ার শিমুরালি শচিদানন্দ কলেজে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অহনা দেবী নদিয়ার শিমুরালি শচিদানন্দ কলেজ অফ এডুকেশন এর প্রিন্সিপাল। এছাড়াও জানা গেছে অহনা চক্রবর্তীর বাড়ি রয়েছে কলকাতাতে। ২০১৮ সালে নদীয়ার এই কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন। কিন্তু তার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক বান্ধবী যোগে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক মিমে সরগরম সোশ্যাল মিডিয়া। বিরোধী শিবিরের দাবি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া চললে উঠে আসবে আরো অনেক মহিলার নাম। বিরোধীদের দাবি কল্যাণী, হরিণঘাটায় তদন্ত হোক। এই সমস্ত জায়গায় তদন্ত হলে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে আরো অনেক তথ্য উঠে আসতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু তৃণমূল নেতা ইতিমধ্যেই এই বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কও করেছেন বলে খবর। নদিয়ার শোভনা অঞ্চলের এক প্রবীণ তৃণমূল নেতা এ বিষয়ে কিছু তথ্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত ইডি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চায়নি।





Made in India