বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া। একটি হিন্দি সিরিয়ালের সেটের মেকআপ রুমে তিনি আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। তুনিশার মৃত্যু মামলায় তদন্তে নেমে তাঁরই সহ অভিনেতা শিজান মহম্মদ খানকে গ্রেফতার করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে প্রয়াত অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
এবার এই মামলার জল গড়াল রাজনৈতিক মহলেও। বিজেপি বিধায়ক রাম কদম এই ঘটনায় লভ জিহাদ প্রসঙ্গ টেনে আনেন। রবিবার তিনি আশ্বাস দেন, প্রয়াত তুনিশা শর্মার পরিবার ন্যায় বিচার পাবেই। তিনি আরো বলেন, বিষয়টাতে লভ জিহাদের যোগ আছে কিনা তা নিয়ে তদন্ত করা হবে। যদি যোগ থাকে তবে ষড়যন্ত্রকারী এবং নেপথ্যে থাকা সংগঠনগুলোর পর্দাফাঁস করা হবে।

প্রসঙ্গত, শনিবার তুনিশার মৃত্যুর খবর সামনে আসে। আলি বাবা: দাস্তান এ কাবুল নামে একটি সিরিয়ালের শুটিং করছিলেন তিনি। সেই সেটেরই মেকআপ রুমে আত্মহত্যা করেন তুনিশা। ঘটনাটা জানাজানি হওয়া মাত্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তুনিশাকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সিরিয়ালের মুখ্য অভিনেতা শিজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন তুনিশার মা।
তিনি দাবি করেন, শিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর মেয়ে। কিন্তু এই ঘটনার মাত্র ১৫ দিন আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগ, শিজানই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিসের হাতে আটক হন শিজান। তাঁকে আদালতে তোলার পর চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। মাত্র ২০ বছর বয়সী তুনিশার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।





Made in India