বাংলাহান্ট ডেস্ক: মূলত রাজনীতির মানুষ হলেও নাচ, গানের দিকে বেশ ঝোঁক রয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের (madan mitra)। নিজের ইতিমধ্যেই একাধিক মিউজিক ভিডিওতে গান গেয়ে ফেলেছেন। তাঁর ‘ও লাভলি’ জনপ্রিয়তায় টেক্কা দেবে নামজাদা গায়কদেরও। রাজ্য রাজনীতির এই ‘কালারফুল বয়’ এবার গান গাইতে চলেছেন শিলাজিৎ মজুমদারের (shilajit majumder) সঙ্গে।
জানা যাচ্ছে, একটি মিউজিক ভিডিওতে একত্রে গান গাইতে চলেছেন মদন শিলাজিৎ। বিধায়কই মূলত গান গাইবেন, আর বাজনায় থাকবেন শিলাজিৎ। সংবাদ মাধ্যমকে মদন মিত্র জানান, ইতিমধ্যেই বিষয়টা নিয়ে গায়কের সঙ্গে তাঁর আলাপ আলোচনা হয়েছে। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হওয়ার আগে আরো কয়েকবার বৈঠক হবে।

শিলাজিৎ জানিয়েছেন, বিধায়ককে নিয়ে নাকি একটি গান রচনা করেছেন তিনি। তখন মদন মিত্র নিজেও গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই বিষয়ে কথা বলতে গিয়েই এই বিশেষ উদ্যোগের পরিকল্পনা। গায়ক জানান, মদন মিত্র প্রাণ দিয়ে গান করেন ঠিকই, তবে তাঁর সুরের একটু গণ্ডগোল আছে। সেটা অবশ্য একটু তালিমেই ঠিক হয়ে যাবে বলে মত শিলাজিতের।
উল্লেখ্য, বীরভূমের লাভপুরের গড়গড়িয়ার বাসিন্দা শিলাজিৎ। তাঁর ইচ্ছা মদন মিত্রকে নিয়ে নিজের গ্রামে যাবেন তিনি। মিউজিক ভিডিওর শুটিং সম্ভবত সেখানেও হতে পারে। যদিও বিষয়টা নিয়ে স্পষ্ট ভাবে এখনো কিছু জানাননি শিলাজিৎ বা মদন মিত্র কেউই।
এর আগে গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন মদন মিত্র। পুরসভার ভোটের আগে সবুজ শিবিরের জন্য তৈরি হয়েছিল ‘খেলার গান’। তবে মদন মিত্র সেবারে ঠিক গান গাননি। তিনি করেছিলেন ভাষ্যপাঠ। মূল গানটা গেয়েছিলেন নচিকেতাই। এবার মদন শিলাজিৎ যুগলবন্দি কেমন হয় সেটাই দেখার থুড়ি শোনার অপেক্ষা।





Made in India