‘৪০% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে’! ফের বেলাগাম মদন, অস্বস্তি বাড়ল শাসকদলের?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি সকলে। এই আবহে দলের একাংশকেই নিশানা করে বসলেন শাসকদলের হেভিওয়েট নেতা মদন মিত্র (Madan Mitra)। কামারহাটির বিধায়ক বললেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে ৪০% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন’।

ফের বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)!

সম্প্রতি তৃণমূলের কর্মীসভায় যোগ দিয়েছিলেন কামারহাটির বিধায়ক। সেখান থেকেই দলের একাংশকে নিশানা করেন তিনি। বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যারা আছেন, তার অন্তত ৪০% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। যারা যারা দলটাকে খুবলে নিল, চেটেচুটে মাখন করে নিল দলটাকে… প্রত্যেক ওয়ার্ড থেকে ৩ দিন অন্তর রিপোর্ট নিন। কজন করে কর্মী মিটিংয়ে আসছেন’।

ইতিমধ্যেই মদনের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের (TMC) কর্মীসভা থেকে দলেরই একাংশকে নিশানা করেছেন তিনি। বিধায়কের নিশানা কারা? মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ ‘গুরুদ্বার আছে, ওটাই রাখা হোক’! হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল WAQF বোর্ড, এল বিরাট রায়

অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে সংগঠন মজবুত করতে চাইছে সকল দল। এই পরিস্থিতিতে মদন এভাবে তৃণমূলেরই একাংশকে নিশানা করায় শাসকদলের অস্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।

Madan Mitra

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন মদন মিত্র (Madan Mitra)। জোড়াফুল শিবিরের পুরনো ‘সৈনিক’দের মধ্যে একজন তিনি। এবার সেই ব্যক্তিত্বের নিশানাতেই দলের একাংশ। তৃণমূলের কর্মীসভা থেকে সরব হন কামারহাটির বিধায়ক। সরাসরি কারোর নাম নেননি তিনি। তবে যেভাবে তৃণমূলের একাংশের বিরুদ্ধেই ‘দল খুবলে নেওয়া’র অভিযোগ এনেছেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।