বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল (Trinamool Congress), বিজেপি সকলে। এই আবহে দলের একাংশকেই নিশানা করে বসলেন শাসকদলের হেভিওয়েট নেতা মদন মিত্র (Madan Mitra)। কামারহাটির বিধায়ক বললেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে ৪০% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন’।
ফের বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)!
সম্প্রতি তৃণমূলের কর্মীসভায় যোগ দিয়েছিলেন কামারহাটির বিধায়ক। সেখান থেকেই দলের একাংশকে নিশানা করেন তিনি। বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে যারা আছেন, তার অন্তত ৪০% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। যারা যারা দলটাকে খুবলে নিল, চেটেচুটে মাখন করে নিল দলটাকে… প্রত্যেক ওয়ার্ড থেকে ৩ দিন অন্তর রিপোর্ট নিন। কজন করে কর্মী মিটিংয়ে আসছেন’।
ইতিমধ্যেই মদনের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের (TMC) কর্মীসভা থেকে দলেরই একাংশকে নিশানা করেছেন তিনি। বিধায়কের নিশানা কারা? মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন।
অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে সংগঠন মজবুত করতে চাইছে সকল দল। এই পরিস্থিতিতে মদন এভাবে তৃণমূলেরই একাংশকে নিশানা করায় শাসকদলের অস্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন মদন মিত্র (Madan Mitra)। জোড়াফুল শিবিরের পুরনো ‘সৈনিক’দের মধ্যে একজন তিনি। এবার সেই ব্যক্তিত্বের নিশানাতেই দলের একাংশ। তৃণমূলের কর্মীসভা থেকে সরব হন কামারহাটির বিধায়ক। সরাসরি কারোর নাম নেননি তিনি। তবে যেভাবে তৃণমূলের একাংশের বিরুদ্ধেই ‘দল খুবলে নেওয়া’র অভিযোগ এনেছেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।