বাংলা হান্ট ডেস্ক: বাংলার রাজনীতির মঞ্চে তিনি এক বর্ণময় চরিত্র! সোশ্যাল মিডিয়াতেও দাপিয়ে বেড়ান তিনি। রাজনীতি তো বটেই, নাচ-গান-কবিতার-জন্য তিনি সবসময় থাকেন খবরের শিরোনামে। এবার সেখান থেকেই সিনে জগতেও পা রাখতে চলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
সদাহাস্যময় চেহারা এবং ফুরফুরে মেজাজেই তিনি ধরা দেন সকলের কাছে। কখনও রবীন্দ্রসঙ্গীত আবার কখনও “ও লাভলি”র মতো গান তিনি গাইতে পারেন সাবলীল ভাবেই। এমতাবস্থায়, মদন ফের শুরু করে দিলেন তাঁর নতুন ইনিংস। মহামারীর ভয়াবহতার মধ্যেও তিনি ব্যস্ত তাঁর অভিনীত সিনেমার ডাবিং-এ!
এক্কেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ছবির সংলাপ বলতে দেখা যায় “MM”-কে! শুধু তাই নয়, নিজের অভিনয়দক্ষতা নিয়েও চরম আত্মবিশ্বাসী মদন। তিনি জানান যে, ভাল চরিত্র পেলে তিনি এক্কেবারে মাত করে দেবেন। পাশাপাশি তিনি আরও জানান “উত্তমকুমার ছাড়া সবাইকে আমি রিপ্লেস করে দিতে পারি!”
“হচপচ” নামের নতুন একটি সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে মদন মিত্রকে। আর এই সিনেমায় অভিনয়ের মাধ্যমেই তিনি পা রাখতে চলেছেন সিনে জগতে। চলতি বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। তাই, আপাতত খোশ মেজাজে লেকগার্ডেন্সের এক স্টুডিওতে ডাবিং-এর কাজে ব্যস্ত রয়েছেন মদন।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি, বিনোদন জগতেও সপ্রতিভ মদন মিত্র। ইতিমধ্যেই তাঁর তৈরি করা মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এমনকি, তাঁর বায়োপিক তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবার নতুন করে মদন মিত্রের অভিনয় সিলভার স্ক্রিনে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।





Made in India