বাংলাহান্ট ডেস্ক: সত্যি হল যাবতীয় জল্পনা কল্পনা। মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। সোশ্যাল মিডিয়ায় পরোক্ষ ভাবে সুখবর দেওয়ার পর এবার বেবি বাম্প (baby bump) নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল (viral) হয়ে গিয়েছে সেই ছবি (photo)।
ছবিতে স্পষ্ট বেবি বাম্প বোঝা যাচ্ছে মধুবনীর। পাশে রয়েছেন স্বামী রাজা গোস্বামীও। দুজনেরই চোখে মুখে উপচে পড়ছে খুশি ও আনন্দ। ছবিটি পোস্ট করে ক্যাপশনে মধুবনী লিখেছেন, ‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে। আশীর্বাদ করবেন সকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

সম্প্রতি পরপর কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই সঙ্গে ক্যাপশন দেখেই অনুরাগীরা বুঝে যানন খুব শিগগিরিই নতুন সদস্য আসতে চলেছে গোস্বামী পরিবারে। তুঙ্গে ওঠে জল্পনা।
https://www.instagram.com/p/CHN_VlRgQxE/?igshid=1a7yomwxogbp
এই যেমন পার্বতীর কোলে ছোট্ট গণেশের একটি ছবি শেয়ার করে মধুবনী লেখেন, ‘দেখা হবে শুভক্ষণে’। সেই সঙ্গে একটি বাচ্চার ইমোজি। তারপর ছোট্ট গোপাল মূর্তির একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘রাধারানীকে আমার কাছে পাঠাও আর নয় তো তুমি এসো। যা খুশি। তোমাকে ভালবাসি।’
বাদ যায়নি নিজেদের ছবিও। স্বামীর সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেন মধুবনী। জানান, তাঁরা দুজনেই আরো একবার প্রেমে পড়তে চলেছেন। তবে এবার একে অপরের সঙ্গে নয়। নিজেদের বিয়ের একটি পুরনো ছবিও শেয়ার করে মধুবনী জানান, ভেবেছিলেন এই বছর থেকে করওয়া চৌথ পালন করবেন। কিন্তু খুব বিশেষ একটি কারণের জন্য করতে পারছেন না। তবে সামনের বছরের থেকে করবেন।
https://www.instagram.com/p/CHMwdK2gxUK/?igshid=1tfcn10a9zjlf
ব্যাস, এতেই দুয়ে দুয়ে চার করে নেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই সারাদিন উপোস থাকতে পারবেন না মধুবনী। তাই এই বছরের পরিকল্পনা বাতিল। ইতিমধ্যেই শুভেচ্ছার ঢল নেমেছে জুটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মধুবনী ও রাজার সহ অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জুটিকে।





Made in India