বাংলাহান্ট ডেস্ক: মধুমিতা সরকার (madhumita sarkar), বাংলা বিনোদন জগতের অন্যতম সম্ভাবনাময় একজন অভিনেত্রী। ছোটপর্দা দিয়ে সফর শুরু করে জীবনের নানা ওঠাপড়া সামলে আজ এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। তিল তিল করে তাঁর উত্তরণ দেখেছে দর্শকরা। নিজেকে সম্পূর্ণ ভেঙে আবার নতুন ছাঁচে গড়ে তুলেছেন মধুমিতা।
এর প্রভাব বেশ স্পষ্ট তাঁর অভিনয়ে। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন তিনি খুব বেশিদিন হয়নি। এক বছরের মধ্যেই তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তিনটিই বক্স অফিসে সাফল্যের ছাপ রেখেছে। অনবরত সামনের দিকেই এগোচ্ছেন মধুমিতা। জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে তাঁর নাম। অভিনেত্রীর একটি ভিডিও লাইক করেছেন খোদ বরুন ধাওয়ান। প্রশংসা পেয়েছেন টলিউডের সহকর্মীদের থেকেও।

অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে সৌন্দর্যও যেন নতুন ভাবে ফুটে উঠছে মধুমিতার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে ১ লক্ষ ৩০ হাজার। নিত্য নতুন ফটোশুটে মধুমিতা এখন রোজই রঙিন। ওয়েস্টার্ন থেকে এথনিক যেকোনো লুকেই তাঁর থেকে চোখ ফেরানো দায়। প্রতিটি ছবি, ভিডিওই ভাইরাল মধুমিতার।
https://www.instagram.com/p/COsuDR5pjgN/?igshid=1a6it0f1qifz1
সম্প্রতি ওয়েস্টার্ন ছেড়ে শাড়ি বেছে নিয়েছেন মধুমিতা। সবুজ স্বচ্ছ জামদানিতে ধরা দিয়েছেন তিনি। কালো স্লিভলেস ব্লাউজ, ছোট্ট টিপ, মুখে লাজুক হাসি। একেবারেই হালকা সাজে অনন্যা মধুমিতা। ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে ছবিতে লাইকের সংখ্যা।
https://www.instagram.com/p/COzZ3J0JTe4/?igshid=ns9vvl4s79vq
https://www.instagram.com/p/COpGJ2sJsBN/?igshid=e9a9nh2jiqpy
প্রসঙ্গত, শেষবার ট্যাংরা ব্লুজ ছবিতে দেখা গিয়েছিল মধুমিতাকে। তাঁর বিপরীতে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বড়পর্দায় তাঁর অভিষেক লভ আজ কাল পরশু ছবির হাত ধরে। অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়াও চিনি ছবিতে অপরাজিতা আঢ্যর সঙ্গে দেখা গিয়েছিল মধুমিতাকে।





Made in India