বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অন্যতম জনপ্রিয় জুটি হলেন মাধুরী দীক্ষিত নেনে ও শ্রীরাম মাধব নেনে। দীর্ঘদিন আগে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখনও অটুট আছে সেই সম্পর্ক। মাধুরীর সম্পর্কে তো নতুন করে কিছুই বলার নেই। অভিনয় থেকে শুরু করে তাঁর নাচ, সবক্ষেত্রেই বারে বারে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি।

সম্প্রতি সেই নাচেরই এক ঝলক দেখা গেল। তবে এবারে মাধুরী একা নন, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্বামীও। ভিডিওতে দেখা গিয়েছে, মাধুরীর স্বামী বসে গিটার বাজাচ্ছেন। সেই সুরে নেচে ওঠেন মাধুরী। তারপর তিনি এগিয়ে গিয়ে স্বামীর হাত থেকে গিটার নিয়ে রেখে দেন। তারপর টেনে নেন তাঁকে নিজের দিকে। একটু কাছাকাছি আসা, বলড্যান্সের মাধ্যমে আসর জমে ওঠে।
https://www.instagram.com/p/B8iujwsnrdh/?utm_source=ig_web_copy_link
আসলে ভ্যালেন্টাইনস ডের জন্যই স্বামীর সঙ্গে এই সেলিব্রেশন মাধুরীর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবথেকে প্রিয় জুটি’। তাঁর এই কথাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরাও। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গিয়েছে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। প্রেম দিবসে সকলেই নিজের নিজের মনের মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন। সেইসব ছবি ভিডিও অনেকেরই প্রকাশ্যে এসেছে আবার অনেকে প্রকাশ্যে আসতে দেননি। মাধুরীর এই ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটজনতা। প্রসঙ্গত, দীর্ঘদিন পর ফের অভিনয় জগতে ফিরতে চলেছেন মাধুরী। এবারে সেলুলয়েড নয়, বরং ওয়েবসিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। খুব শীঘ্রই মুক্তি পাবে সেই ছবি।





Made in India