বাংলা হান্ট ডেস্ক : আজ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শেষের আগেই সোশাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্ন ঘুরে বেড়ানোর অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এমনকি তিনি টুইট করলেন সোশাল মিডিয়ায় ভাইরাল সেই প্রশ্নপত্রের ছবি।
টুইটারে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, ‘আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।’ সুকান্ত ভট্টাচার্যের টুইটারে যে প্রশ্নপত্রের ছবি রয়েছে তাতে প্রশ্নপত্রের উপরে মধ্যশিক্ষা পর্ষদের কোনও সিলমোহর বা ছাপ নেই বলেই জানা যাচ্ছে।
শুধুমাত্র বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারই নন, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সৃজন লেখেন, ‘মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনও কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো?’
আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023
গতকালই সুকান্ত মজুমদার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, মধ্য শিক্ষা পর্ষদের উপর থেকে অভিভাবকরা আস্থা হারিয়ে ফেলছেন। সেই কারণেই মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি।
এছাড়াও, সুকান্ত মজুমদার এদিন যে নিজের মেয়েকে সরকারি স্কুল থেকে ছাড়িয়ে বেসরকারি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছেন, সেই কথাও গতকাল নিজেই জানিয়েছিলেন। এবার ইংরেজির প্রশ্নপত্র নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা। অবশ্য এই বিষয় নিয়ে পর্ষদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি বলেই খবর।





Made in India