বাংলাহান্ট ডেস্ক: আজ দীপাবলী। সকাল থেকে বিভিন্ন শক্তিপীঠে, কালী মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। অমাবস্যা তিথিতে আলোয়, ভক্ত সমাগমে, পুজোর মন্ত্রোচ্চারণে গমগম করবে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ। শুটিং সেটে তৈরি করা তারা মায়ের মন্দিরেও খুশির আবহ। কালীপুজোর দিনই ৭০০ পর্বে পা দিল জনপ্রিয় সিরিয়াল ‘মহাপীঠ তারাপীঠ’ (mahapith tarapith)।
প্রায় তিন বছর ধরে চলছে স্টার জলসার এই সিরিয়াল। মা তারা বা বড় মায়ের ভূমিকায় অভিনয় করছেন নবনীতা দাস। সাধক বামাক্ষ্যাপার চরিত্রে রয়েছেন সব্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। শুটিং সেটেই তৈরি করা হয়েছে তারাপীঠের মন্দিরের গর্ভগৃহ। বামাক্ষ্যাপা যখন পুজো করতেন সে সময় গর্ভগৃহের দেওয়ালে পোড়া মাটির কাজ ছিল। শুটিংয়ের জন্য হলেও সেই কাজ নিপুণ করে ফুটিয়ে তোলা হয়েছে সেটে।

দরমার বেড়ার ঘরে মাটিতে খড় বিচালি বিছিয়ে শুতেন বামাক্ষ্যাপা। তেমনি ঘর বানানো হয়েছে সেটে। আগেও সিরিয়ালের পরিচালক জানিয়েছিলেন, সকলেই বিশ্বাস করেন এই সেটে মা তারার উপস্থিতি। তাদের বিশ্বাস, সেটে তৈরি গর্ভগৃহেও সত্যি সত্যিই দেবী মা রয়েছেন। তাই গর্ভগৃহে প্রবেশ করলেই সকলে অন্য রকম হয়ে যান।
এছাড়াও সেটের মধ্যেই তৈরি হয়েছে সাধক বামাক্ষ্যাপার পঞ্চমুণ্ডির আসন। পরিচালক জানান, সাধক ছাড়া ওই আসনে অন্য কেউ বসেন না। নয় মেঝেতে বসেন আর নাহলে সেটেথ বাইরে রাখা চেয়ারে বসেন। সেটে এতটাই ভক্তি ভরে হয় সিরিয়ালের শুটিং।
https://www.instagram.com/tv/CV0cHiWI7ZX/?utm_medium=copy_link
সিরিয়ালের ৭০০ পর্ব পূর্তি উপলক্ষে চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে একটি বিশেষ ভিডিও। সব্যসাচীর সঙ্গে দর্শকরাও ঘুরে দেখার সুযোগ পেয়েছে শুটিং সেট। আরো জানানো হয়েছে কালীপুজোর রাতে থাকছে মহাপীঠ তারাপীঠের বিশেষ পর্ব। রাত ১০ টা থেকে এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে আজ। কৌশিকী অমাবস্যার মতোই পুজো হবে মা তারার।





Made in India