বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরেই দেশে অস্কার নিয়ে এসেছে এস এস রাজামৌলীর (S S Rajmouli) ‘আর আর আর’ (RRR)। চলতি বছরের গত মার্চ মাসেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা মৌলিক গানের জন্য পুরস্কৃত হয়েছে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ (Natu Natu) গানটি। বিশ্বমঞ্চে এই সম্মাননা পাওয়ার পর অস্কারের জন্য তৈরি হচ্ছিল এস এস রাজামৌলীর ‘নাটু নাটু’।
সকলের প্রত্যাশা মিটিয়ে অস্কার চলেও আসে ‘আর আর আর’র ঝুলিতে। এরপর ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে চূড়ান্ত হল ‘অফিশিয়াল এন্ট্রি’। আবারও সেই সুযোগ গেল এক দক্ষিণী ছবির কাছেই। আগামী বছরের অস্কারের জন্য কন্নড় পরিচালক গিরীশ কসরবল্লির ‘২০১৮: এভরিওয়ান ইজ় আ হিরো’ ছবিটিকে মনোনীত করেছে সকলে।
এর আগে ২০১৮ সালে কেরলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কথা নিশ্চয় মনে আছে সকলের। আজ থেকে বছর খানেক আগে অগাস্ট মাসের মাঝামাঝি এক সময়ে হঠাৎ করেই জলের তোড়ে বাড়তে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে প্রায় ৪৮৩ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয় সেই সময়। নিখোঁজ ছিলেন প্রায় ১৫ জন। সেই ভয়াবহ দূর্ঘটনার ছবিই তুলে আনা হয়েছিল ‘২০১৮’ শিরোনামের এই ছবিতে।
আরও পড়ুন : রাজ শুভশ্রীর পর জিৎ! ফের বাবা হচ্ছেন অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

উল্লেখ্য, ছবির মূখ্য ভূমিকায় অভিনয় করছেন মালায়লাম অভিনেতা টোবিনো থমাস। প্রাকৃতিক বিপর্যয়ের সময় কীভাবে মানুষই মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল সেই চিত্রই তুলে ধরেছিলেন পরিচালক। বক্স অফিসে সাফল্য তো পেয়েইছিল পাশাপাশি দর্শক ও সমালোচকের কাছ থেকেও প্রশংসাও কুড়িয়েছিল ‘২০১৮’। আর এবার এই ছবিই যাবে অস্কারের দৌড়ে।





Made in India