বাংলাহান্ট ডেস্ক: মল্লিকা শেরাওয়াতের (mallika sherawat) কথাবার্তা তাঁর অভিনীত চরিত্রগুলির মতোই, বোল্ড। এখন আর তেমন ছবি না করলেও একটা সময় মল্লিকা মানেই সাহসী দৃশ্যের কথাই মাথায় আসত সকলের। ‘মার্ডার’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে তাঁর অভিনয় এখনো সমান চর্চিত সিনেমহলে। তবে এখন আর দুজনের মধ্যে সদ্ভাব নেই। বলিউড থেকেও অনেক বছর দূরে ছিলেন মল্লিকা।
এখন ফিরে এসেই বলিউডের একের পর এক নোংরা দিকের পর্দা তুলছেন মল্লিকা। মন্দিরা বেদীর সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউডের একাধিক অভিনেতা ও পরিচালকদের সম্পর্কে বিষ্ফোরক সত্য প্রকাশ করেন তিনি। অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সবসময় ইগোর লড়াইয়ে জড়িয়ে পড়তেন তাঁর সঙ্গে।

মল্লিকার কথায়, “ওঁরা ভাবতেন আমি প্রতিদিন সুপ্রভাত বলব আর ওঁদের প্রশংসা করব। কিন্তু আমি হরিয়ানভি জাট, ওসব আমার স্বভাবে নেই। তাই অনেকের সঙ্গে ঝামেলাও হয়েছে আমার।” মার্ডার ছবির প্রচারের সময় ইমরানের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে দোষটা নিজের ঘাড়েই নিয়ে মল্লিকা বলেন, নিজেই বড্ড ছেলেমানুষি করে ফেলেছিলেন।
মল্লিকা আরো জানান, এক প্রযোজক তাঁর কাছে একটি আইটেম গানের প্রস্তাব নিয়ে এসেছিলেন। প্রযোজক তাঁকে বলেন, গানটির শুটিং খুব ‘হট’ হবে। দর্শকরা যেন বুঝতে পারেন মল্লিকা ততটাই হট। এমনকি প্রযোজক বলেন, মল্লিকাকে এতটাই হট হতে হবে যে তাঁর কোমরে যেন তিনি রুটি সেঁকতে পারেন। প্রযোজকের কথাগুলো শুনে অভিনেত্রী মজা পেলেও গানটি শুট করতে রাজি হননি।
দীর্ঘদিন পর ফের বলিউডে অভিনয় জগতে ফিরেছেন মল্লিকা। তবে সেলুলয়েডে নয়, এবারে ডিজিটাল দুনিয়ায় অভিষেক করলেন তিনি। ‘নকাব’ ওয়েব সিরিজের মাধ্যমে OTT র দুনিয়ায় পা রাখলেন মল্লিকা।





Made in India