সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেবেন মমতা, ২ লক্ষ মানুষের জমায়েতের সম্ভাবনা, দিঘায় রথযাত্রা নিয়ে এল কড়া নির্দেশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে রথযাত্রা। অতি সম্প্রতি মহাসমারোহে স্নানযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। সেই উপলক্ষে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল নবনির্মিত দিঘা জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। আসন্ন রথযাত্রা উপলক্ষেও এখন থেকেই প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে দিঘায়। তার আগেই নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে বড় বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রথযাত্রায় দিঘায় (Digha Jagannath Temple) কড়া নিরাপত্তার নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ওই সময় হতে পারে বলে মনে করা হচ্ছে। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আলাদা করে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, একই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোকসমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee gave direction for digha jagannath temple rath

একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর: সকলে যাতে দর্শন করতে পারে সেই মতো ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রথ (Digha Jagannath Temple) টানার সময়ও ঠিক করা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট কয়েকজন ভলান্টিয়ার এবং সাধুসন্তরাই রথ টানতে পারবেন। তবে রথের দড়ি ছোঁয়ার সুযোগ সকলেই পাবেন।

আরো পড়ুন : ভারতের পাট চুকিয়ে লন্ডনে নতুন জীবন শুরুর স্বপ্ন, দুর্ঘটনায় শেষ উদয়পুরের যোশী পরিবার! রয়ে গেল অন্তিম সেলফি

দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা: আরো জানা যাচ্ছে, দিঘার (Digha Jagannath Temple) সর্বত্রই ‘মে আই হেল্প ইউ’ এর ক্যাম্প থাকবে। এছাড়াও থাকবে মেডিকেল ক্যাম্প, জলছত্র, খাবার বিতরণ, বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা। বৃষ্টির কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ এবং এসডিআরএফকে বিশেষ দল নিয়ে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : দুটো ইঞ্জিনই বিকল! RAT-তেও হয়নি লাভ, বিমান দুর্ঘটনার নেপথ্যে ভয়াবহ আশঙ্কা

রথের সময়ের জন্য দিঘার হোটেলগুলি এখনই বুক হয়ে গিয়েছে। সে সময় যাতে কালোবাজারি না হয় সেদিকেও নজর রেখেছে প্রশাসন। ওই সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, সুজিত বসু, অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী দিঘায় থাকার নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।