বাংলাহান্ট ডেস্ক : আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যোগদান করেন জৈনদের একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল সম্পূর্ণ অন্য মুডে। ধনধান্য অডিটোরিয়ামে আজ মুখ্যমন্ত্রীকে ডান্ডিয়া নাচতেও দেখা গেল।
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বর্ধমান আমাদের একটা জেলার নাম। যখন মহাবীর জৈন ছোট ছিলেন, তখন তাঁর আরেক নাম ছিল বর্ধমান। ওঁর নামে জেলা বানিয়েছি। যার নাম বর্ধমান। কী করতে হবে বর্ধমানে, লিখে দেবেন আমাকে। আমি করে দেব নিশ্চয়ই।” আজ রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে বাংলা দিবসের দিন।
আরোও পড়ুন : ”আমাদের ভাতা নয়, ওদের বেতন বাড়ান” বিধায়কদের ৪০ হাজার বেতন বাড়তেই গর্জে উঠলেন শুভেন্দু
রাজ্যের সিদ্ধান্ত মতো পয়লা বৈশাখের দিন পালিত হবে বাংলা দিবস। জৈন সমাজের অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী বলেন, “আজ একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। পয়লা বৈশাখের দিন আমরা বাংলা দিবস পালন করব। আমাদের রাজ্য সংগীত হয়েছে ‘বাংলার মাটি, বাংলা জল’, অনেক রাজ্যে তাদের নিজস্ব সংগীত আছে।”
আরোও পড়ুন : শোধ করেননি বাড়ি ভাড়ার ৮৫ লক্ষ টাকা! তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের
ধনধান্য অডিটোরিয়ামে আজ মুখ্যমন্ত্রী আরো বলেন, “ইন্ডিয়া অনেক বড় দেশ। সব ধর্মের মানুষ এখানে থাকেন। অনেক আগে থেকেই তাঁরা আছেন। যখন দেশ স্বাধীন হয়নি তখন থেকে। আমাদের যা করার আছে আমরা তা করব।” একই সাথে শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন।
তিনি বলেন, “জমি লিজ নিতে হত আগে। ব্যাঙ্কে যেতে হত ১০-১৫-৩০ বছর পর পর। অনুমতি নিতে হত সরকারের। সমস্যা হত অনেক। ঠিক করেছি আমি, সেটা পাস হয়ে গেছে। আর লিজে জমি দেব না, ফ্রি হোল্ড জমি দেব আমি। লিজে যারা জমি নিয়েছেন, তারা ফ্রি হোল্ডে জমি নিন। করে দিয়েছি আমি। ব্যবসা করুন আপনারা। বাধা দেব না আমি।”

এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অনুদানের ১০ লক্ষ টাকা দ্রুত খরচ করার নির্দেশও দেন। মুখ্যমন্ত্রীর বলেন, “আপনাদের কাছে পরে রয়েছে আরও ১০ লাখ টাকা। জমির কথা বলেছেন। ডাকা উচিত ছিল ববিকে। নিয়ে যাব ক্যাবিনেটে। ক্যাবিনেটে পাস হয়ে গেলে জমি পেতে সমস্যা হবে না।”





Made in India