বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর ইস্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে৷ সোমবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তপ্ত ছিল সাংসদ, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। রাষ্ট্রপতি সইও করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। এর ২৪ ঘণ্টার শেষেই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চেন্নাই-এ গেছেন মুখ্যমন্ত্রী, যাওয়ার পথে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিদ্ধান্তের বিষয়বস্তু নয়, পদ্ধতি নিয়ে সহমত নন। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়নি।’

৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে মমতা বলেন, ‘গতকাল থেকে যা ঘটছে সাধারণ নাগরিক হিসেবে নজর রাখছিলাম। কাশ্মীরিরা আমাদের ভাই-বোন। বিলের প্রক্রিয়াগত বিষয় নিয়ে আপত্তি নেই। কিন্তু পদ্ধতির সঙ্গে সহমত নই। আমাদের দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভোট দিইনি। কারণ এটা রেকর্ড হয়ে যাবে। সাংবিধানিক, গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি’।
ঝুলে যাওয়ার আগে সব দলের আলোচনা করা উচিত বলে মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কথা বলা উচিত ছিল স্থানীয়দের সঙ্গে। দরকারে কাশ্মীরে যেতাম। মানুষকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতাম। স্থায়ী সমাধানের ব্যবস্থা করা যেত। বিলের বিষয় নিয়ে আপত্তি নেই।’





Made in India