বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন। সেই নজরকাড়া পর্বে উঠে এসেছিল একাধিক অভিযোগ। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে একাধিক বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই পরবর্তী নির্বাচনে যাতে সেটি পুনরায় না ঘটে, তার জন্য চাঞ্চল্যকর নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ পরপর পাঁচটি নির্বাচনী সভা মমতার (Mamata Banerjee)। সেই মত হুগলির (Hooghly) খানাকুলে জনসভা থেকে বিজেপিকে ফের একহাত নেন তিনি। পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘বিজেপির ভয়ে আর ন্যাকা কান্না নয়, যার সাহস নেই এখন থেকেই বলে দিন বসব না। আমার মহিলাদের এনে বসাও, কন্যাশ্রীকে বসাও, ছাত্র যুব দের বসাও। তাঁরা অনেক স্ট্রং’।
![]()
মমতা এদিন আরও বলেন, ‘বিজেপি (BJP) গুন্ডা এনে ভয় দেখাচ্ছে এসব বলবেন না। কি ভয় দেখাবে! ভোট কেন্দ্রের ভিতর গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওদের নেই।’ সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের নয়া নিয়ম, যেখানে বলা আছে কোনও পুলিশ আইডি চেক করতে পারবে না, সেই লিখিত অর্ডারটি সঙ্গে রাখার পরামর্শ দেন। খানাকুলের জনসভা থেকে তিনি জানান, ‘আমি চাই পাড়ার যাদের ঝগড়ুটে মহিলা বলা হয়, তাঁদের এজেন্ট করে দাও’। এমনকি রাতেও মহিলাদের পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার কথা বলেন তিনি। আর ভালো কাজ করলে সেই সব মহিলাদের পুরস্কৃতও করা হবে বলেও ঘোষণা করেন মমতা।
উল্লেখ্য, দ্বিতীয় দফা ভোটে এবারের নির্বাচনের ‘হটস্পট’ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) ৮০ টি বুথে এজেন্ট দিতে পারিনি বলে জানিয়েছিল শাসকদল। তাঁদের অভিযোগ ছিল বিজেপি ভয় দেখাচ্ছে। তাই সেই বিজেপির ভয়ে ন্যাকা কান্না তিনি আর শুনতে চাননা বলে জানান মমতা। প্রয়োজনে মহিলাদেরই বুথে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।





Made in India