বাংলা হান্ট ডেস্ক: আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সমাবেশের জন্য উপস্থিত ছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে৷ আজ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, কলেজের অতিথি ও চুক্তিবদ্ধ শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি করা হবে৷
এদিন মমতা বলেন, “যাঁরা অতিথি শিক্ষক, চুক্তিবদ্ধ শিক্ষক অর্থাৎ স্টেট এইডেড কলেজ টিচার তাঁদের তাদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল৷ আরো 5000 টাকা করে তাদের মাইনেও বাড়ানো হলো৷ তবে এটা করতেই অনেক টাকা লাগবে আমার৷ আমি এইটুকু করতে পেরেছি৷ আগামী বছর জানুয়ারি থেকে কার্যকর হবে এই বেতন কাঠামো৷ পেনশন তিনলাখ থেকে পাঁচলাখ করে দেওয়া হয়েছে৷”

শুধু তাই নয় সামনের বিধানসভা ভোট নিয়ে এদিন মমতা বলেন, “কেউ যদি মনে করে থাকে ২০২১-এ আমাদের সরকার হবে সাফ, তাদের আমি বলি, তোমাদের কথা বলা মানুষ মনে করে পাপ৷ তোমরা সাফ হবে তৈরি থেক৷ আগামী দিনে মা-মাটি-মানুষের সরকারই আসবে। এই সরকারই থাকবে। গর্বের সঙ্গে কাজ করবে। বিভেদ করে নয়। বিভাগ করে নয়। গন্ডগোল করে নয়। দাঙ্গা করে নয়।”
প্রসঙ্গত, BJP সাংসদ দেবশ্রী চৌধুরি কালিয়াগঞ্জ এর উপনির্বাচন নিয়ে কি প্রস্তুতি চলছে তা বিষয়ে পর্যালোচনা করতে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয় এদিন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকারকে সাথে নিয়ে ভোট প্রচারেও যান তিনি। এদিন দেবশ্রী বলেন, “জনগণকে অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাই কেন্দ্রীয় বাহিনী দরকার। সাধারণ মানুষের অধিকার যারা তৃণমূল বাহিনীর হাত থেকে রক্ষা পায় তার জন্য কালিয়াগঞ্জে বিধানসভা উপ নির্বাচনের সময় আমরা অতি অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাবো। কেউ যদি আঙুল বাঁকা করে কাজ করতে চায় তাহলে কালিয়াগঞ্জের মানুষ সোজা করে দেবে।”





Made in India