বাংলা হান্ট ডেস্ক: কুসংস্কার আমাদের দেশকে এখনও ঢেকে রেখেছে ভীষণভাবে। স্বাধীনতার এত বছর পরও কুসংস্কার মুক্ত হতে পারেনি ভারতবর্ষ। তার প্রমাণ মিললো আবারও। দেগঙ্গা এ ঝারফুকে মৃত্যু হলো এক ব্যাক্তি। ডাক্তার এর থেকে বেশী অঝাকে ভরসা করে অবশেষে মৃত্যু হয় দেগঙ্গা এর অনুপ সর্দারের।
সূত্র থেকে জানা যায়, ১০ দিন জ্বরে আক্রান্ত ছিলেন দেগঙ্গার অনুপ সর্দার। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতাল থেকে কলকাতার আরজিকরে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে না গিয়ে বাড়িতে ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হয়।স্থানীয়রা বারবার বোঝালেও সিদ্ধান্তে অনড় থাকে অনুপের পরিবার। অবশেষে শুক্রবার সকালে মৃত্যু হয় অনুপ সর্দারের।





Made in India