বাংলাহান্ট ডেস্ক: স্টুডিও পাড়ায় আবারো খারাপ খবর। জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দে-র (Manali Manisha Dey) পরিবারে আচমকাই নেমে এল বিষাদের অন্ধকার। প্রিয়জনকে হারালেন অভিনেত্রী। প্রয়াত মানালির দাদু। রবিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় দাদুর সঙ্গে একটি ছবি শেয়ার করে খারাপ খবরটা জানিয়েছেন তিনি।
দাদুকে হারিয়ে মন ভারাক্রান্ত মানালির। ঠিক কী হয়েছিল তাঁর, কীভাবে ঘটল এই অঘটন তা জানা যায়নি এখনো। এ বিষয়ে কিছু বলেনওনি মানালি। রবিবার রাত ১২টার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। দাদুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘লড়াই শেষ… ভালো থেকো দাদু আমার মা আর দিদার সাথে’।

ইন্ডাস্ট্রির সতীর্থ এবং অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন মানালির পোস্টের কমেন্ট বক্সে। কেউ প্রশ্ন করেছেন, কখন কীভাবে ঘটল অঘটন, কেউ কেউ অভিনেত্রীকে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। তবে কোনো কমেন্টেরই কোনো উত্তর মানালি দেননি।
কয়েক বছর আগে নিজের মাকে হারিয়েছেন মানালি। তারপরেই মায়ের নাম জুড়ে নিয়েছেন নিজের নামের সঙ্গে। বাবা, স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়কে নিয়ে এখন সংসার মানালির। তবে মাকে তিনি মিস করেন সবসময়। বিশেষ করে জীবনের স্পেশাল দিনগুলোতে মায়ের অভাবটা আরো বেশি করে বুঝতে পারেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মানালি।
প্রসঙ্গত, মানালিকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে ‘ধুলোকণা’ সিরিয়ালে। ফুলঝুরির চরিত্রে আবারো দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু ভাল টিআরপি থাকা সত্ত্বেও হঠাৎ করেই শেষ করে দেওয়া হয় সিরিয়ালটি। এখনো পর্যন্ত নতুন প্রোজেক্টের ঘোষণা করেননি মানালি।
 
			 





 Made in India
 Made in India