বাংলাহান্ট ডেস্ক: পরাধীন জীবনের এক বছর পূর্ণ হল মানালি মনীষা দে (manali dey) ও অভিমন্যু মুখার্জির (abhimanyu mukherjee)। ভাবছেন এ কেমন কথা! গোটা দেশ যেখানে স্বাধীনতার রজতজয়ন্তী বর্ষ পালন করছে সেখানে এই দুজন পরাধীন কীকরে? উত্তরটা বেশ মজার। আসলে গত বছর এই দিনেই আইনি বিয়ে সেরেছিলেন মানালি অভিমন্যু। আর নিন্দুকদের মতে বিবাহিত জীবন একরকম পরাধীনতারই সমান। তাই বিবাহ বার্ষিকীর দিনে স্বামীকে একটু মজার ছলেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মানালি, যেখানে দুজনের একগুচ্ছ পুরনো ছবির ঝলক উঠে এসেছে। ক্যাপশনে মজা করে অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে তোমার পরাধীনতার এক বছর পূর্তি। শুভ বিবাহ বার্ষিকী অভিমন্যু।’ যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন চক্রবর্তী, ঊষসী রায়, শ্রীমা ভট্টাচার্য, রণিতা দাস সহ আরো অনেকে।

গত বছরের ১৫ ই অগাস্ট পরিচালক অভিমন্যুর সঙ্গে রেজিস্ট্রি সেরেছিলেন মানালি। ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল হাতে গোনা। ছিলেন মানালির বাবা, দাদু ও অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বইতে থাকায় সেদিন আসতে পারেননি। ঘরোয়া অনুষ্ঠানের সঙ্গে মানানসই ভাবে সেজেছিলেন মানালি। লাল চুড়িদার, কানে ছোট দুল, দুহাতে হালকা চুড়ি ও খোলা চুল। এমনই ছিমছাম সাজে এদিন দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশে অভিমন্যুও পরেছিলেন লাল শার্ট ও জিন্স।
পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির। সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সম্পর্ক কোনও দিনই লুকিয়ে রাখেননি মানালি অভিমন্যু। রেজিস্ট্রি বিয়ের পরের মাসেই অনুষ্ঠান করে সামাজিক রীতিতে বিয়ে করেন দুজনে।
https://www.instagram.com/p/CSkOHPKB28b/?utm_medium=copy_link
তবে সেই সময় করোনা পরিস্থিতি মাথায় রেখে ঘরোয়া ভাবে হয়েছিল বিয়ের আয়োজন। তাও শুধু মালাবদল ও সিঁদুরদান। সামাজিক দূরত্ব বজায় রাখতে আইবুড়োভাত বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠানই করেননি মানালি অভিমন্যু।
বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের সদস্যরা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিয়েতে শাশুড়ির কাছ থেকে একটি সুন্দর গোলাপি রঙের শাড়ি উপহার পেয়েছিলেন মানালি। সেই শাড়ি পরেই বিয়ে সারেন অভিনেত্রী। অভিমন্যু উপহার ছিল একটি হিরের আংটি।
 
			 





 Made in India
 Made in India