বাংলাহান্ট ডেস্ক: বোরখা পরে নাচ করায় বিপদে পড়লেন বলিউড অভিনেত্রী মন্দনা করিমি (Mandana Karimi)। অভিনয়ের প্রয়োজনে নিজেকে বোরখায় মুড়েছিলেন। সেই পোশাকেই নাচতে শুরু করে দেন অভিনেত্রী। এমনকি সবার সামনে নিতম্ব দুলিয়ে ‘Twerk’ করে বড়সড় বিপদে পড়েছেন তিনি।
জন্মসূত্রে ইরানীয় হলেও কর্মসূত্রে মুম্বইতে থাকেন মন্দনা। কয়েকটি বলিউড ছবিতে অভিনয়ও করেছেন। আগামী প্রোজেক্টের শুটিং করার সময়ে ক্যামেরার পেছনের কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। বোরখা পরে একটি শপিং মলে শুটিং করতে দেখা গিয়েছে তাঁকে।

মন্দনার শেয়ার করা ভিডিওতে বোরখা পরেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। একটানা শুটিংয়ের ফাঁকে মজা করে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু এই মজাই যে পরে সাজা হয়ে যাবে তা বুঝতেও পারেননি তিনি। ভিডিওর ক্যাপশনে মন্দনা লিখেছেন, ‘হিজাব পরে শুটিং করা যদি সত্যিই এত সহজ হত। কোনো ঘৃণা নয়। শুধু কয়েকজন মানুষ একটা ছবির শুটিং করছে।’

কিন্তু না চাইতেই মন্দনার কাজকর্ম বিতর্ক ডেকে এনেছে। হিজাব পরে এমন অশ্লীল নাচ দেখে অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই সতর্ক করেছেন, হিজাব নিয়ে রসিকতা করবেন না। একজন তীব্র ভর্ৎসনা করে লিখেছেন, ‘নিজের উপর লজ্জা হওয়া উচিত আপনার। একজন মুসলিম হয়ে হিজাবকে অসম্মান করছেন! আপনি জানেন কী অসম্মানজনক কাজ করেছেন!’
https://www.instagram.com/reel/Ce5SP72JDn5/?igshid=YmMyMTA2M2Y=
আরেকজন কটাক্ষ করেছেন, কয়েক পয়সার জন্য নিজের ধর্মকে ছোট করছেন মন্দনা। একজন লিখেছেন, নাচ অবধি তাও মানা যেত। কিন্তু ‘twerk’ করে বিষয়টাকে অত্যন্ত অশ্লীল করে তুলেছেন অভিনেত্রী। তীব্র নিন্দার মুখে পড়েও এখনো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি মন্দনা। ভিডিওটিও মোছেননি তিনি।


প্রসঙ্গত, শেষবার কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’এ প্রতিযোগী হয়ে এসেছিলেন মন্দনা করিমি। এছাড়া ‘থর’ নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। মন্দনার পাশাপাশি ওই ছবিতে দেখা গিয়েছিল অনিল কাপুর, ফতিমা সানা শেখ, হর্ষবর্ধন কাপুর, সতীশ কৌশিক, মুক্তি মোহনদের।





Made in India