বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে ২০২২ সালের ১১ অক্টোবর ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ২০২৪ এ এসে মিলল জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেলেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
এদিন নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন মঞ্জুর। তবে চাপানো হয়েছে একাধিক শর্ত। তৃণমূল নেতাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালত বা তিনি যে ট্রায়াল কোর্টের আওতায় থাকেন সেই এলাকা তিনি ছাড়তে পারবেন না মানিকবাবু।
পাশাপাশি মামলা সংক্রান্ত শুনানিতে আদালতে হাজিরা দিতে হবে তাকে। কোনোভাবেই এই মামলার সাক্ষীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারী আধিকারিকদের তদন্তে সাহায্য করতে হবে। কোনো শর্ত ভাঙলে উপযুক্ত পদক্ষেপও নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

এর আগে মানিকের জামিন মামলাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল ইডি। এরপর গত ২৯ অগস্ট মানিকের জামিন-মামলার শুনানি শেষ হয় কলকাতা হাই কোর্টে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার মানিকের জামিনের নির্দেশ দিল উচ্চ আদালত। নিয়োগ দুর্নীতির এই মামলাতে তদন্ত করছে সিবিআইও। যদিও সিবিআই মানিককে গ্রেফতার করেনি। আগেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য।
দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন মানিক। এর আগে জামিন মামলার শুনানিতে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। মানিকের ছোট ভাই নিজেই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই যুক্তি দিয়ে মানিকের জামিনের বিরোধীতা করা হয়। কাঁদতে কাঁদতে মানিক বলেছিলেন, ‘‘ও আমার ছোট ভাই। আমার সন্তানের মতো। গ্রেফতারির সময় পরিস্থিতি অন্য রকম ছিল। সেই সময় ও সিবিআইকে কী বলেছে, সেসব জামিনের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়।”
আরও পড়ুন: ৯০৮৮৮৮৫৫৪৪ নম্বর চালু! এবার বড় পদক্ষেপ নিল মমতা সরকার, এক ফোনেই মুশকিল আসান
মানিক আরও বলেছিলেন, “দু’বছর জেল খেটে ফেললাম, এবার আমায় দয়া করে জামিন দিন! আমি তো আর বেশি দিন বাচব না! ২০১৬ সালে আমার অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, আর ১০ বছর বাঁচব। ২০২৬ সালেই আমার আয়ু শেষ!” সেই ‘অসুস্থ’ মনিকই এবার জামিন পেলেন।





Made in India