বাড়ি ফেরার পথে দুস্কৃতি হাতে আক্রান্ত মনিরুল ইসলাম

Published On:

BanglaHunt : ডালখোলা থেকে ভূট্টা বিক্রি করে বাড়ি ফেরার পথে দুস্কৃতি হাতে আক্রান্ত মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী।তার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাই করে নেয় বলে অভিযোগ।দুস্কৃতিরা তাকে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ।আহত মনিরুলকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।চাকুলিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে,চাকুলিয়া থানার কোনাকামার গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ভূট্টা বিক্রি করতে ডালখোলায় গিয়েছিলেন।সেখান থেকে ভূটা বিক্রি করে এলাকার আরো একজনকে সংগে নিয়ে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময় বেলাঞ্চা গ্রামের কাছে তিন দুস্কৃতি মোটরবাইকে চেপে পথ আটকে দাঁড়ায়। দুস্কৃতিরা মনিরুলকে বেধরক মারধোর করে প্রায় তিনলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় মনিরুলকে রাস্তায় পরে থাকে।দুস্কৃতিরা পালিয়ে যাবার পর ঘটনাস্থল থেকে মনিরুলকে তুলে নিয়ে চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।মাথায় রক্ত ক্ষরন হতে থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিহার না বাংলার দুস্কৃতিরা এই ঘটনায় যুক্ত চাকুলিয়া থানার পুলিশ খতিয়ে দেখছে।দুস্কৃতিদের ধরতে জোর তল্লাশী শুরু হয়েছে।