বাংলাহান্ট ডেস্কঃ বলি অভিনেতা মনোজ জোশী (Manoj Joshi) স্যোশাল মিডিয়ায় খুবই সক্রিয়। বিভিন্ন সময়েই তাঁকে আমরা বিভিন্ন বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে শুনেছি। তা সে নিজের ব্যক্তিগত বিষয় হোক, কিংবা দেশের স্বার্থে হোক। এবার তিনি দেশবাসীর কথা চিন্তা করে, দেশ মায়ের ভবিষ্যৎ সম্পর্কে অবগত হয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ব্যান করার অনুরোধ করলেন।

সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন মনোজ জোশী। ভিডিওর শুরুতেই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন মনোজ জোশী। এরপর তিনি বলেন, ‘বন্ধুরা আপনাদের সামনে আমি একটি অনুরোধ নিয়ে এসেছি, প্রায় ৫০০ বছর সংঘর্ষের পর অযোধ্যায় ভগবান রামের মন্দির স্থাপনের কাজ শুরু হয়েছে। দেশের সবথেকে বড় আদালতের সবথেকে বড় বেঞ্চের পক্ষ থেকে আদালত এই মন্দির গঠনের সিদ্ধান্তে মত দিয়েছে। বর্তমানে অযোধ্যায় সেইমত রাম মন্দির নির্মানের কাজও শুরু হয়ে গিয়েছে’।
500 वर्षों के संघर्ष के बाद अयोध्या में भव्य मंदिर का निर्माण कार्य शुरू हो रहा है।
ऐसे में PFI जैसे देश विरोधी संगठन ने एक पोस्टर जारी किया कि ‘बाबरी का उदय होगा’।
इनकी मंशा किसी से छिपी नही है। मेरी श्री @AmitShah जी से विनती है कि PFI पर पूर्णत: प्रतिबंध लगे। #BanPFI pic.twitter.com/T5V9n6Ht5q
— Manoj Joshi (@actormanojjoshi) January 4, 2021
এরপর তিনি বলেন, ‘কিন্তু এই পরিস্থিতিতে বেশকিছু দেশ বিরোধী সংস্থা, সমাজ ভাগ করতে মানুষদের ভুল বোঝাচ্ছে। এর মধ্যে একটি সংস্থা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) পোস্টার জারি করেছে। তারা লিখেছে ‘বাবরির উদয় হবে’। এদের মূল লক্ষ্য কি শুধুমাত্র মানুষকে ভুল বোঝানো? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো? মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা?’
তিনি আর্জি জানান, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জির কাছে অনুরোধ করছি, এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFI-কে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই নতুন বছর হিংসা ছড়িয়ে দেওয়া এই সংস্থার থেকে দেশকে মুক্তি দিন’।





Made in India