বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা। হাতে গোনা কিছুদিনের অপেক্ষা মাত্র। সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার তুঙ্গে। এরই মধ্যে শনিবার কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় (Mathabhanga) বিশাল জনসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। জনসভায় হাজির হবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলনেতার সেই সভাতেই বিজেপি বিধায়ক (BJP MLA) সুশীল বর্মন (Sushil Barman) যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
শহর জুড়ে জোর গুঞ্জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন বিধায়ক। অভিষেকের সভাতেই নাকি তিনি দলীয় পতাকা হাতে নেবেন বলেও খবর। এই নিয়েই এবার মুখ খুললেন খোদ সুশীল বর্মন। সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। সামাজিক মাধ্যমেই তৃণমূলের বিরুদ্ধে সরব তিনি। এমনকী সোশ্যাল মিডিয়ায় অভিষেককে ‘কয়লা ভাইপো’ বলেও তীব্র কটাক্ষ করেছেন বিধায়ক।
সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে একহাত নিয়ে তিনি বলেন, “মাথাভাঙায় জনসভা করার অধিকার ওঁর নেই। উত্তরবঙ্গের নাম নিশান ওঁরা নেই। শুধু ওঁরা বাংলা বাংলা করে। আমি জানি বাংলা, তার মধ্যেও তো একটা উত্তরবঙ্গ রয়েছে। আমাদের মাটিকে ওঁরা অপমান করেছে। ওঁর জনসভায় এক জন মানুষও যাবেন না। আমাদের অপমান করেছে।”
অন্যদিকে সুশীলবাবুর এই মন্তব্যের পরই শুরু রাজনৈতিক তরজা। পাল্টা বিধায়ককে তৃণমূলের সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কোচবিহারের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তৃণমূল নেতা বলেন, “ওঁ বিধায়ক এটা ভেবেই অবাক হচ্ছি। ওঁর কোনও কাণ্ডজ্ঞান নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কত লোক হয়, তা কি ওঁর ধারণায় রয়েছে? আমি বলব, ওঁ নিজে আসুন, বসে সভা দেখে যান, কত লোক হয় দেখে যাক। তারপর বলব।”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের আরেক বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যান আলিপুরদুয়ারের বিধায়ক। এরই মধ্যে গত কিছুদিন ধরে সুশীল বর্মনের তৃণমূল যোগ গুঞ্জন নিয়ে শোরগোল পরে গিয়েছিল সর্বত্র।





Made in India