বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের সময় দেশের বিভিন্ন অংশে আটকে পড়া মজদুর, পর্যটক আর ছাত্রদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার বড় সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি গাইডলাইন্স অনুযায়ী, এবার এরা নিজের ঘরে ফেরত যেতে পারবেন। এরজন্য রাজ্য সরকার তাদের বাসের ব্যবস্থা করে দেবে।
আপনাদের জানিয়ে দিই, করোনা কারণে গোটা দেশে লকডাউন জারি আছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিস্কার বলা হয়েছে যে, যে যেখানে আছে সে যেন সেখানেই থাকে। এরপরেই গোটা দেশের ভিন্ন ভিন্ন রাজ্যে ফেঁসে যান পরিযায়ী, শ্রমিক, পর্যটক, ছাত্র এবং ভিন রাজ্যে চিকিৎসা করতে যাওয়া রোগী এবং রোগীর পরিবারেরা।
আপনাদের জানিয়ে দিই, আজ পর্যন্ত গোটা ভারতে ৩১ হাজার ৬৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মামলার মধ্যে ২২ হাজার ৮০৮ টি মামলা সক্রিয়। এখনো পর্যন্ত ৭ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মোট এক হাজার দশ জনের মৃত্যু হয়েছে এই মারক ভাইরাসে।
আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও লকডাউনের বিশেষ ছাড়ের ঘোষণা করেছেন। উনি আজ নবান্নের বৈঠক থেকে জানিয়েছেন, গ্রিন জোন জেলা গুলোতে ২০ জন করে যাত্রী নিয়ে বাস চলা শুরু করবে আগামী সোমবার থেকে। এছাড়াও উনি ইলেকট্রিকের দোকান, চা, পান-বিড়ি, লন্ড্রির দোকান গুলো খোলার নির্দেশ দিয়েছেন। তবে বিশেষ শর্ত পালন করেই এই দোকান গুলো খোলা হবে বলে জানান তিনি।





Made in India