বাংলাহান্ট ডেস্কঃ আবারো তোপ দাগলেন বিতর্কিত অভিনেতা কমল হাসান (kamal hasan)। তামিলনাড়ু (tamilnadu) সরকারের পেট্রল ডিজেল ( petrol diesel) দাম বৃদ্ধিকে জনগনের বিশ্বাসঘাতকতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমে তামিলনাড়ুর বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মোদি সরকারের বিরুদ্ধে বারবার তিনি সুর চড়িয়েছেন এই প্রখ্যাত দক্ষিণী অভিনেতা । রাজনীতিতেও সরাসরি যোগদান করেছেন ইতিমধ্যে । এবার তামিল সরকারের তেলের দাম বৃদ্ধি নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ” জনগণ যেহেতু কোনও আয় ছাড়াই 40 দিন ধরে গৃহবন্দী। এটি করা বিশ্বাসঘাতকতা, যদিও পেট্রল এবং ডিজেলের দাম বিশ্বব্যাপী হ্রাস পাচ্ছে এবং তাদের উপর মূল্য সংযোজন কর প্রয়োজনীয় পণ্যগুলির দাম বাড়িয়ে তুলবে।”
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 4, 2020
ঠিক তার পর দিনই তামিল সরকারের করোনা মোকাবিলায় ব্যার্থতাকে উদ্দেশ্য করে তিনি লেখেন “সরকার, যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি করেছে, কোয়ম্বাটোরকে বাঁচাতে অক্ষম, এখন টাস্কফোর্স খুলবে। নেতৃত্ব বুঝতে পারে না যে সরকারের প্রতিটি ভুলই প্রাণ হারায়। ”
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
প্রসঙ্গত, গত সোমবার তামিলনাড়ুর মুখ্য সচিব এই তেলের দাম বৃদ্ধির কথা ঘোষনা করেন। তামিলনাড়ুর পাশাপাশি দিল্লি সরকারও তেলের ওপর ট্যাক্স বসিয়েছে।





Made in India