বাংলাহান্ট ডেস্ক: ঘরদোর পরিস্কার করা, বাসন মাজার মতো সংসারের কাজকর্ম সাধারণত মহিলারাই করে থাকেন। পুরুষরা হাত লাগালেও তা এখনো ব্যতিক্রমী হিসাবেই ধরা হয়। তাই ছেলেদের বাসন মাজার কাজে উৎসাহিত করে আসরে নামলেন মিলিন্দ সোমন (Milind Soman)। নতুন বাসন মাজার সাবানের বিজ্ঞাপন করে শেষমেষ নিজেই ট্রোলড হলেন মডেল অভিনেতা।
বিজ্ঞাপনী চটক আনতে প্রায়ই ভিন্ন ধরণের প্রোডাক্ট আনার চেষ্টা করে সংস্থাগুলি। বাসন মাজার সাবানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। কোনোটা গলে কম, চলে বেশি তো কোনোটায় আবার চটজলদি তেলমশলা তোলার জন্য রয়েছে লেবুর শক্তি। বাসন মাজার সাবানেও রকমফের অঢেল।

এবার মিলিন্দ নিয়ে এলেন আরো এক ব্র্যান্ডের বাসন মাজার জেল সাবান, যা কিনা পুরুষদের উৎসাহিত করবে বাসন মাজতে। কারণ এই জেলের রঙ কালো, যা বাজার চলতি অন্যান্য সাবানগুলির থেকে আলাদা। সম্প্রতি এই ব্র্যান্ডেরই একটি বিজ্ঞাপনে দেখা গেল মিলিন্দকে, যা নিয়ে আপাতত হাসি মশকরা চলছে নেটপাড়ায়।
একজন প্রশ্ন করেছেন, অন্যান্য সবুজ বা হলুদ রঙের সাবানগুলিতে কী সমস্যা যে পুরুষদের জন্য কালো সাবান আনতে হল? আবার কারোর কটাক্ষ, এইসব সংস্থাগুলি ভাবে সবকিছুর রঙ কালো করে দিলেই সেগুলো পুরুষালি হয়ে ওঠে। কিন্তু আদতে যে এগুলো অত্যন্ত হাস্যকর সেটা তাদের কে বোঝাবে? অনেকে এও মনে করিয়ে দিয়েছেন, ঘরের কাজের মধ্যে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। যেহেতু বাড়িটা সবার, তাই কাজগুলোও সবারই হওয়া উচিত।
https://www.instagram.com/reel/Cl8iR1mIFyw/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, ‘মেড ইন ইন্ডিয়া’ মিউজিক ভিডিওর মাধ্যমে তুঙ্গে ওঠে মিলিন্দের জনপ্রিয়তা। আশি ও নব্বইয়ের দশকে অন্যতম ‘হট’ মডেল হিসাবে পরিচিত ছিলেন তিনি। কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের কৌতূহল কম নেই। সুপার মডেল মধু সাপ্রের সঙ্গে তাঁর নগ্ন ফটোশুট এখনও মনে রেখেছেন অনেকেই। তাঁর সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কেও ছিলেন মিলিন্দ।





Made in India