বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের আগে বিয়ের কার্ড এবং নথিপত্র দেখালে, রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের আয়ত্তায় সাহায্য পাওয়া যায়। যে অর্থ মেয়ের বিয়েতে কিছুটা হলেও সাহায্য করে পরিবারকে। কিন্তু দেখা যাচ্ছে বিবাহযোগ্যা নয়, উল্টে বিবাহিত, এমনকি দুই সন্তানের মাও আবেদন করেছেন এই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য এবং তাঁদের অ্যাকাউন্টে চলেও গিয়েছে অর্থ।
বীরভূমের নলহাটি থেকে এমনই এক খবর সামনে এসেছে। এই জালিয়াতির খবর সামনে আসতে, খোদ এলাকার বিডিও হুমায়ুন চৌধুরী তদন্ত করে সমস্তটা সামনে আনেন। এই ঘটনায় ৮ জন জালিয়াতের নাম প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, মোমেনা খাতুন, রুবেনা খাতুন, হাসেনা খাতুন, লাসুনিয়া খাতুন, মুরসিদা খাতুন, গৌরী মাল, আশা মাল ও সাম্পাতী দাস -এই ৮ জন অভিযুক্তের মধ্যে প্রথম ৬ জনের দুবছর বয়সের একটি করে সন্তান রয়েছে। আর বাকিদের বিয়ে হয়ে গিয়েছে প্রায় ২-৩ বছর আগে।
অভিযোগ উঠেছে, নলহাটির থানার নওয়াপাড়া আর তিলোরার বাসিন্দা এই অভিযুক্তরা নিজেদের ভুয়ো বিয়ের কার্ড এবং ভুয়ো নথি জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিল। আর তারপর তাঁদের অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকাও ঢুকে যায়। এরপর বিডিও হুমায়ুন চৌধুরী তদন্তে নেমে সমস্ত বিষয়টা সামনে আনেন।





Made in India