বাংলাহান্ট ডেস্ক: নিজের সাংসদ এলাকা বারুইপুরে বিজয়া সম্মীলনীতে উপস্থিত হলেন তৃণমূলের (tmc) অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। বারুইপুর নিউ ইন্ডিয়ান ক্লাবের এ বছরের বিজয়া সম্মীলনীতেই অংশ গ্রহণ করেন সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
এদিন মিমিকে হালকা সবুজ রঙা কুর্তিতে। সঙ্গে ছিল মানানসই মাস্ক। মিমিকে দেখতে কার্যত ঢল নেমেছিল জনতার। গাড়ি থেকে বেরিয়ে উপস্থিত মানুষজনদের উদ্দেশে হাসি মুখে হাত নাড়েন তিনি। বারুইপুর নিউ ইন্ডিয়ান ক্লাব গ্রাউন্ডে মিমির জন্য প্রস্তুত ছিল মঞ্চ। জনতার সামনে নিজের বক্তব্য রাখেন মিমি। তৃণমূলের নয়া কর্মসূচী ‘দুয়ারে দুয়ারে সরকার’এর সুযোগ সুবিধা সম্পর্কেও জানান জনতাকে।
https://www.instagram.com/p/CIdV6VVhl85/?igshid=1r7hygfhal2kq
অপরদিকে দুয়ারে দুয়ারে কর্মসূচী সফল করতে শনিবার বসিরহাট ঘুরে দেখেন তৃণমূলের অপর অভিনেত্রী সাংসদ তথা ঘনিষ্ঠ বান্ধবী নুসরত জাহান। কথা বলেন মানুষের সঙ্গে। বসিরহাটের উত্তর বিধানসভা কেন্দ্রের একটি স্কুলে এদিন ‘দুয়ারে দুয়ারে’ সরকারি পরিষেবার ক্যাম্প ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখিও হন সাংসদ অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর মুখে।

নুসরতের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সুবিধার জন্য সবই এক ছাদের তলায় এনে দিয়েছেন। এমন অসাধারন উদ্যোগ এর আগে কেউই নেয়নি বাংলায়। রাজ্যের মানুষ ভাল থাকুক, বাচ্চারা সঠিক শিক্ষা পাক এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই লন্ডন থেকে আগামী ছবির শুটিং সেরে দেশে ফিরে আসেন মিমি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি ‘বাজি’র ট্রেলার। এখন শুধু অপেক্ষা সেই ছবির মুক্তির। আপাতত হাতে কোনো কাজ নেই। তাই সম্পূর্ণ ছুটির মেজাজে, রিল্যাক্স মুডে রয়েছেন তিনি।





Made in India