বাংলা হান্ট ডেস্ক : এই অভিনেত্রী তার অভিনয়ের পাশাপাশি সাংসদেও জায়গা করে নিয়েছে। বিপুল জনপ্রিয়তা পেয়ে ভোটে জয়ী হয়েছেন তিনি। জনপ্রিয় অভিনেত্রীর পদটা একটু বদলেছে ৷ পাশাপাশি মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদও বটে৷
প্রসঙ্গত এই অভিনেত্রী তথা সাংসদ এর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মিলির নাম মাঝেমধ্যো চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে। কিন্তু এ নিয়ে এখনও মুখ খোলেননি বছর ত্রিশ এর অবিবাহিত নায়িকা সাংসদ।যাকে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বিপুল ভাবে জয়যুক্ত করেছে সাধারণ মানুষ।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে অভিনেত্রী তথা যাদবপুরের অবিবাহিত এই নেত্রী তাহলে কাকে বাচ্চা বলে সম্বোধন করলেন? আসলে মিমি চক্রবর্তীর পোষ্যরা তাঁর কাছে খুবই প্রিয় ৷ দুই পোষ্য নিয়েই দিনের বেশির ভাগ সময়টা কাটান তিনি ৷তার মধ্যেই এক পোষ্যের নাম চিকো ৷ চিকোর বয়স এখন ৬ বছর ৬ মাস ৷ আর একটি পোষ্যের নাম ম্যাক্স ৷মাত্র ১৮ দিনের চিকোকে দত্তক নিয়েছিলেন মিমি ৷ দেখতে দেখতে সে বড় হয়ে গেল ৷ তাই চিকোর ছবি পোস্ট করেছেন মিমি ৷ এবং সেই চিকোকেই বলেছেন নিজের সন্তান।





Made in India