বাংলা হান্ট ডেস্ক: আমরা সকলেই জানি আজকাল নির্বাচনী ব্যবস্থায় এন্টারটেনমেন্ট জগতের বহু মানুষ এসে দাঁড়িয়েছেন। এবং যথারীতি এরা ছলা-কলা তে যথেষ্ঠ পটীয়সী। সে সিনেমার পর্দাতেই হোক কিংবা বাস্তবে সংসদ হিসেবেই হোক, তারা মজিয়ে রাখেন জনগণকে। সম্প্রতি তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর এক কাণ্ডতে, আবার এর নজির ঘটলো।

কিছুদিন আগেই মিমি চক্রবর্তী তুরস্কে গিয়েছিলেন তাঁর প্রিয় বান্ধবী নুসরতের বিয়ে উদযাপন করতে। বন্ধুর ডেস্টিনেশন ওয়েডিংয়ে গিয়ে বেশ রসিকতার সাথে আনন্দ, ঠাট্টা, মজা করতে দেখা গেছে মিমি কে।
সম্প্রতি, একটি বিশেষ ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুরস্কের রাস্তায় বেড়াতে বেরিয়ে, সেখানকার স্থানীয় কোনও এক চাষীর বাগানে ঢুকে পড়েছেন মিমি। অভিনেত্রীকে দেখা গেছে সেই বাগান থেকে চুপি চুপি প্লাম ফল চুরি করে খাওয়া অবস্থায়। মিমি এও স্বীকার করেছেন যে ‘ফলটি বেশ সুস্বাদু।’





Made in India