স্মার্ট মিটার নিয়ে বড় খবর! বিক্ষোভ শুরু হতেই বিরাট ঘোষণা করে দিলেন বিদ্যুৎমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না। গরম বাড়ার সঙ্গে সঙ্গেই হু হু করে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এই আবহে স্মার্ট মিটার (Smart Meter) বসানো নিয়ে বাংলার নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ হচ্ছে। কোনও কোনও গ্রাহকের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর হু হু করে বেড়েছে ইলেকট্রিক বিল (Electric Bill)। এই আবহে বড় ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। জানালেন, বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না।

যেসব বাড়ি বসানো হয়েছে গিয়েছে সেখানে কী হবে? জানালেন অরূপ (Smart Meter)

বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়। তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাই রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া যাবে।

অরূপ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত নিয়েছে। যেসকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে, সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘ভবিষ্যৎ কথা বলবে…’! কাশেমকে আক্রমণ করে হুমায়ুন বললেন, ‘রাজনীতির অ আ ক খ জানে না’!

উল্লেখ্য, স্মার্ট মিটার বসানোর পর থেকেই রাজ্যের নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ শুরু হয়। সম্প্রতি হুগলি জেলার ব্যান্ডেল সহ বেশ কিছু স্থানে বিক্ষোভ হয়। নানান জেলায় পথে নেমেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম।

Aroop Biswas on Smart meter

এই পরিস্থিতিতে গত সোমবার রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, অভিযোগের নিষ্পত্তি না হওয়া অবধি স্মার্ট মিটার (Smart Meter) বসানোর কাজ বন্ধ করা হল। এদিন বিদ্যুৎমন্ত্রী অরূপ জানিয়ে দিলেন, বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। এর ফলে এই নিয়ে যে প্রতিবাদ, বিক্ষোভ চলছিল তা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।