বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালিতে (Sandeshkhali) হিন্দু মহিলাদের উপর গণধর্ষণের অভিযোগে তৃণমূল (Trinamool) সরকারকে ক্রমাগত আক্রমণ বিরোধীরা। ভোটের মুখে তেড়েফুঁড়ে মাঠে নেমেছে বিজেপিও। সন্দেশখালির দুই ত্রাস শিবু, উত্তমকে পুলিশ গ্রেফতার করলেও গোটা ঘটনার নেপথ্য নায়ক শেখ শাহজাহান আজও ‘ফেরার’। আর এবার এই গোটা ঘটনায় বিজেপিকেই দুষলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা (Chandrima Bhattacharya)।
গত প্রায় ৫০ দিন ধরে দফায় দফায় উত্তপ্ত গ্রামের পর গ্রাম। শেখ শাহজাহান ফেরার হতেই একটা বিষ্ফোরক অভিযোগ নিয়ে সরব হয়েছেন সন্দেশখালির মহিলারা। এবার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে পথে নেমেছেন এলাকার মহিলারা। তার বিরুদ্ধেও রয়েছে ভুরি ভুরি অভিযোগ। মানুষের উপর জুলুম, মারধোর তো করতেনই সেই সাথে ১০০ দিনের টাকা নাকি তিনি একাই আত্মসাৎ করে ফেলেছেন।
গতকাল সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপরেই সন্দেশখালি পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সম্পাদক অজিত মাইতির বাড়িতে গিয়ে জুতোপেটা, ভাঙচুর চালাল ক্ষিপ্ত গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, তিনিই দায়িত্ব নিয়ে জমি দখল করে তা তুলে দিতেন শেখ শাহজাহানের হাতে।
আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ‘অশনি’ সংকেত! ৭২ ঘণ্টা কাঁপিয়ে ঝড়বৃষ্টি জেলায় জেলায়, IMD-র ভয়ঙ্কর রিপোর্ট
সবে মিলিয়ে বাঘের ডেরায় এখন দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন। সন্দেশখালির অন্ধকার দিক উন্মোচিত হতেই স্তব্ধ গোটা দেশ। দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড়। আর এসবের মাঝেই সন্দেশখালির ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করে বসলেন তৃণমূলের সিনিয়র মন্ত্রী চন্দ্রিমা। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৎকালীন সময়ে কোনও সরকারই প্রশাসনকে পাঠায়নি। আজ সন্দেশখালিতে ডিজি যাচ্ছেন।
আরও পড়ুন : পরকীয়া থেকে সমকামীতা, শাহরুখের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ! জবাব দিলেন বাদশার ঘনিষ্ঠ বন্ধু

এইদিন চন্দ্রিমা বলেন, ‘প্রশাসন দায়িত্বে রয়েছে, বিডিও এবং পুলিশ অফিসাররা অক্লান্ত পরিশ্রম করছে। প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে। যাইহোক, যখনই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আভাস পাওয়া যায়, তখনই সুকান্ত মজুমদার এবং লকেট চ্যাটার্জির মত বিজেপি নেতারা ছুটে আসেন।’ এরপরেই তিনি বলেন, ‘যে আন্দোলন তৈরি করা, তৈরি করা আন্দোলন। আমরা বলছিনা যে, সব অভিযোগ মিথ্যা।’ চন্দ্রিমার এই বক্তব্যের পর থেকেই ফের এক দফায় শুরু হয়েছে সমালোচনা।





Made in India