বাংলাহান্ট ডেস্ক: বিয়ের সানাই ‘মিঠাই’ পরিবারে। সিরিয়ালে বেশিরভাগ সময়ই অবশ্য বিয়ের পরিবেশ লেগেই থাকে। টিআরপি তোলার জন্য বিয়ের ট্র্যাকের থেকে ভাল আর কিছুই হতে পারে না। তবে এটা রিল বিয়ে নয়, বাস্তবেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাই এর অভিনেতা। নিজের দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই বিয়ে করছেন ‘রাতুল’ ওরফে উদয় প্রতাপ সিং।
মিঠাইতে সিডের বোন শ্রীতমার স্বামী রাতুলের ভূমিকায় অভিনয় করছেন উদয়। অনস্ক্রিনে দুজনের রসায়ন বেশ পছন্দ দর্শকদের। তবে বাস্তবে কিন্তু উদয়ের জীবনে রয়েছে অন্য কেউ। তাঁকেও চেনে অনেকেই। বড়পর্দা এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। অনামিকা চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন উদয়। আজ থেকে নয়, প্রায় আড়াই বছর ধরে প্রেম করছেন দুজনে।

তবে অন্য অভিনেতা অভিনেত্রীদের মতো সম্পর্কটা লুকিয়ে রাখেননি উদয় অনামিকা। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গেলেই চোখে পড়বে যুগল ছবি। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে একান্তে ঘুরতেও যান তাঁরা। সেসব ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উদয় অনামিকা। এবার বিয়ের ছবি শেয়ার করারও পরিকল্পনা করছেন দুজনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উদয় নিজেই জানিয়েছেন, বিয়ের পরিকল্পনা চলছে। এই বছরেই শুভকাজটা সেরে ফেলার ইচ্ছা রয়েছে তাঁদের। সবটা ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই সবাইকে জানাবেন বলে মন্তব্য করেন উদয়। ‘বাবা’র বিয়ে নিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ও। হ্যাঁ একে অপরকে মজা করে এই নামেই ডাকেন তাঁরা।

আদৃত বলেন, অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন উদয়। অনামিকা এখন পরিবারের মতোই হয়ে উঠেছেন। তাঁকে তিনিও ভালবাসেন, সম্মান করেন। অনামিকা আশেপাশে থাকলে খুব ভাল লাগে বলেও মন্তব্য করেন আদৃত। সেই সঙ্গে মজা করে তিনি বলেন, উদয় শেষমেষ সেটল করছে মানে তাঁরও একটা বড় ভূমিকা থাকছে সেখানে।





Made in India