বাংলাহান্ট ডেস্ক: প্রতি সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সেরা ধারাবাহিকের (Serial) নামও সামনে আসে। সবথেকে বেশি টিআরপি প্রাপ্ত সিরিয়ালই তালিকার শীর্ষে জায়গা করে নেয় এবং সেটাই পায় বাংলা সেরা সিরিয়ালের তকমা। এই মুহূর্তে টিআরপির নিরিখে এই তকমা রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa) কাছে। তবুও অন্য একটি সিরিয়ালের কাছে গো হারান হারল অনুরাগের ছোঁয়া।
জলসার এই ধারাবাহিকটি বিগত কয়েক মাস ধরে একটানা প্রথম স্থান দখল করে আসছে। টিআরপিও উঠছে চোখ ধাঁধানো। তবুও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিতে পারল না দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। টিআরপির নিরিখে সেরা সিরিয়াল অনুরাগের ছোঁয়া হলেও অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করতে পারলেন না তিনি। হেরে ভূত হলেন জগদ্ধাত্রীও।

বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড ২০২৩ এ সেরা অভিনেত্রীর পুরস্কার উঠল ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডুর হাতে। ইতিমধ্যেই এই পুরস্কারের জন্য বিজয়ী হিসেবে সৌমিতৃষার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ অগাস্ট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড শো।
আরও পড়ুন: হাতে বন্দুক, চোখে সানগ্লাস পরে সোয়্যাগ! এই পুঁচকে বাচ্চাটাই বলিউডের ভবিষ্যতের ডন
‘মিঠাই’ থেকে সৌমিতৃষা ছাড়াও পুরস্কার পাচ্ছেন দাদাই ওরফে বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন গাঁটছড়া সিরিয়ালের গৌরব চট্টোপাধ্যায়, হরগৌরী পাইস হোটেলের সুরভী মল্লিক, বাংলা মিডিয়াম এর সম্পূর্ণা লাহিড়ী এবং অনুরাগের ছোঁয়া থেকে সৃষ্টি মজুমদার এবং মিশিতা রায়চৌধুরী।
আরও পড়ুন: উচ্ছেবাবু-ডোডো এখন অতীত, টেলিপাড়ায় হাজির নয়া ‘ক্রাশ’! ‘ইচ্ছে পুতুল’-এর নতুন নায়ককে চেনেন?
মিঠাই শেষ হওয়ার পর কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু এখনো অনেক দর্শকই মনে রেখে দিয়েছে প্রিয় ধারাবাহিক এবং তার অভিনেতা অভিনেত্রীদের। তেমনি কাহিনি শেষ হয়ে গেলেও এখনো পুরস্কারের জন্য মনোনীত হচ্ছে মিঠাইয়ের নাম। এখানেই এই সিরিয়ালের জয়।





Made in India