বাংলাহান্ট ডেস্ক: অনস্ক্রিনে দুজনের সম্পর্ক ঘোর শত্রুর, এদিকে ক্যামেরা বন্ধ হলেই শত্রুতা বদলে যায় প্রেমে। বাংলার সেরা সিরিয়ালের মিঠাই (mithai) ও সোমের (som) বিরুদ্ধে এমনি অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরে। অভিযোগ তুলছে নেটিজেনরা। কারণও আছে অবশ্য। সিরিয়ালে যে ভাসুর ভাইয়ের বৌকে তাড়াতে পারলে বাঁচে, তার সঙ্গেই কিনা রোম্যান্টিক ভিডিও বানাতে ব্যস্ত মিঠাই! রাগ তো একটু হবেই দর্শকদের।
তবে তাতে থোড়াই কেয়ার মিঠাই সোমের ওরফে সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) ওরফে ধ্রুব সরকারের (dhrubo sarkar)। সৌমিতৃষা তো ‘রিলস কুইন’। ধ্রুবও কম যান না। তাই দুজনে একসঙ্গে হলে জমাটি ভিডিও যে বানানো হবেই তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে চারটি ভিডিও বানিয়ে ফেলেছেন সৌমিতৃষা ধ্রুব। এবার ফের একটি রোম্যান্টিক ভিডিওতে দেখা গেল দুজনকে।

‘তুমসে মিল কে দিল কা হ্যায় যো হাল’ গানের সঙ্গে রিল ভিডিও বানালেন মিঠাই সোম। সিরিয়ালের চরিত্রের পোশাকেই দেখা মিলল দুজনের। কিন্তু পরপর সোমের সঙ্গে ভিডিও দেখে রেগে লাল দর্শকেরা। ‘এত বলি তাও সিডের সঙ্গে রিল বানাও না কেন?’ প্রশ্ন এক অনুরাগীর। আবার আরেকজন বলছেন, এই ভিডিও দেখে হিংসা হবে উচ্ছেবাবুর।
https://www.instagram.com/reel/CUU8krHh8d1/?utm_medium=copy_link
অনেকেই মনে করছেন অফস্ক্রিনে অন্য রসায়ন চলছে সৌমিতৃষা ধ্রুবর। যদিও এই গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী জানিয়েছেন তাঁরা স্রেফ ভাল বন্ধু। কিন্তু এত ঘনঘন ভিডিও দেখে নেটনাগরিকরা তো তা মানতে নারাজ। বরং সিদ্ধার্থের সঙ্গে রিল কেন বানাচ্ছে না মিঠাই, এতেই রাগ হয়েছে নেটিজেনদের।

সিরিয়ালে অবশ্য কাছাকাছি আসছে মিঠাই সিড। দাদাইয়ের জন্য সিদ্ধার্থ বিয়েতে বিশ্বাস করতেও রাজি। সদ্য প্রোমোতে দেখা গিয়েছে আশ্রমে সকলের সামনে হাঁটু গেড়ে বসে মিঠাইকে প্রোপোজ করছে সিড। দাদাইয়ের কথায় হ্যাঁ ও বলে দেয় মিঠাই। এবার ভালোয় ভালোয় দুজনের সংসারটা শুরু হলে হাঁফ ছেড়ে বাঁচে দর্শকেরা।





Made in India