বাংলাহান্ট ডেস্ক: মিঠুন চক্রবর্তী (Mithun chakrabarty), নামটা টলিউডে যেমন পরিচিত, বলিউডেও (Bollywood) ততটাই জনপ্রিয়। মিঠুনের অভিনয় জগতের যাত্রার শুরুই বলিউডের হাত ধরে। একটা সময় হিন্দি সিনেমার জগতে রীতিমতো রাজ করেছেন তিনি।
বলিউড অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিঠুন। তিন ছেলে মিমো, উশ্মে, নমশি ও মেয়ে দিশানীকে (dishani chakraborty) নিয়ে তাঁদের সংসার। তবে দিশানী কিন্তু মিঠুনের নিজের সন্তান নন, বরং পালিতা কন্যা। তাঁকে যেভাবে পেয়েছিলেন মিঠুন সেই গল্প হার মানাবে সিনেমার গল্পকেও।

দীর্ঘদিন আগে দিশানীকে দত্তক নিয়েছিলেন অভিনেতা। একদম ছোট থেকে তাঁকে বড় করেছেন মিঠুন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে দিশানীকে দত্তক নিয়েছিলেন মিঠুন। সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে এই খবর।
https://www.instagram.com/p/COMfU67hVkR/?igshid=1x5uz5hm1w567
জানা গিয়েছে, ২০ বছর আগে কলকাতার রাস্তায় একটি ডাস্টবিনে একটি কন্যাসন্তানকে পাওয়া গিয়েছিল। শিশুটির অবিরাম কান্নার শব্দ শুনে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় আশেপাশে। এক সমাজসেবী সংস্থা সেখান থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের সংস্থায়। সেখান থেকেই খবর পেয়ে ওই সংস্থায় যান মিঠুন।

শিশুটিকে দেখে তাঁর এতই মায়া হয় যে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেন শিশুটিকে দত্তক নেবেন। তাকে বাড়ি নিয়ে আসেন মিঠুন। তারপর কাগজপত্র তৈরি করে স্ত্রী যোগিতা বালির সঙ্গে শিশুকন্যাটিকে দত্তক নেন মিঠুন। অনেকদিন ধরেই একটি মেয়ের শখ ছিল তাঁর।
https://www.instagram.com/p/CKu7LOlBcmC/?igshid=1sf04yynmnc83
নিজেকে পিতার পরিচয় দিয়ে মিঠুন দত্তক কন্যার নাম রাখেন দিশানী। দিশানী ছাড়াও মিঠুনের রয়েছে আরও তিন ছেলে, মিমো, উস্মে ও নমশি। তাঁদের সঙ্গেই বড় হতে থাকে দিশানী। কখনওই তাঁকে আলাদা করে দেখা হয়নি। এখন নিউইয়র্কের একটি ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করছেন দিশানী। তার মধ্যেই জানা গিয়েছে শীঘ্রই অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর।
https://www.instagram.com/p/B9tUrCxhKpJ/?igshid=lu8av4bgio4z
জীবনে বহুবার বহু সমাজকল্যাণ মূলক কাজে এগিয়ে এসেছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তাঁর সেইসব কাজ একবারের জন্যও প্রচারের আলোয় আসেনি। বরং একবার চিটফান্ড কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেতাকে। এখনও সেই কলঙ্ক বহন করছেন মিঠুন।





Made in India