বাংলা হান্ট ডেস্ক : বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার তিনি দাবি করলেন, মহাগুরু নাকি নিজেই যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। ফিরহাদ হাকিমের মন্তব্যের পালটা জবাব দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কখনও শাসকদলের পক্ষ থেকে তাঁকে নিশানা করা হয়েছে। পালটা তোপ দাগতে ছাড়েননি মহাগুরুও। তিনি একাধিকবার দাবি করেন ২১ জন তৃণমূল নেতা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এই ফিরহাদ হাকিম বলেন, ‘ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গেই যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।’ ফিরহাদ হাকিমের এই দাবি পরেই চূড়ান্ত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ফিরহাদের এই মন্তব্যের জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওঁর সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ ঠিকই বুঝবেন।’
কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। প্রজাপতি প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেন কুণাল। পালটা তৃণমূল নেতাকে এলিতেলি, গঙ্গারাম বলে তোপ দেগেছিলেন অভিনেতাও।





Made in India