বাংলা হান্ট ডেস্কঃ সর্বদাই চর্চার শিরোনামে তিনি! রাজনীতির ময়দান ছাড়িয়ে তার জনপ্রিয়তা গোটা বাংলা জুড়ে। হাজারো মেয়ের ‘ক্রাশ’! তিনি আর কেও নন তৃণমূলের ‘কালারফুল বয়’ মদন মিত্র (MLA Madan Mitra)। রাজনীতির পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। নিজের এম. এম ফোটোগ্রাফি আর কুল লুকে নিত্যদিন ছবি। তবে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক প্রথমবার ডেবিউ করতে চলেছেন বড়পর্দায়।
হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty)-র পরিচালনা, সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত মদন মিত্রর ছবি ‘ওহ লাভলি’ (Oh Lovely)। প্রসঙ্গত মদনবাবুর বিখ্যাত, জনপ্রিয় ডায়ালগ গুলির অন্যতম ‘ওহ লাভলি’। আর এই নামেই রাখা হয়েছে বিধায়কের ছবির নাম।
নতুন ছবিতে বিধায়ক- রাজনীতিবিদকে দেখা যাবে এক চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে। ছবিতে কাহিনী দুই চালকল মালিকের রেষারেষিকে ঘিরে। প্রতিশোধ নিতে গিয়ে যারা কিনা নিজের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফ্যামিলি ড্রামা, রোম্যান্স সহ গোটাটাই টুইস্টে ভরা এই ছবি।
ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন নবাগত দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন রাজনন্দিনী পাল, মদন মিত্র, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর- শুভম জুটি ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন এস. পি. ভেঙ্কটেশ। সন্দীপ সাথীর প্রযোজনা। সাথী ফিল্মসের ব্যানারে আসছে এই নতুন ছবি ‘ওহ লাভলি’। ছবি প্রসঙ্গে পরিচালক হরনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘এটি সপরিবারে দেখার মতো একটা ছবি। অনেক কিছুর শুভারম্ভ এই ছবি ঘিরে। ছবিতে সোশ্যাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথম বার অভিনয় করতে দেখবে বাঙালি। যদিও অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন তিনি। ব্যক্তি হিসেবে তার যে আমেজ, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যেতে চলেছে তাকে’।
তিনি আরও বলেন, ‘এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার অভিযান শুরু করছে ঋক, ওকে হিরো হিসেবে দর্শকদের ভালো লাগবে আমি নিশ্চিত। রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবে বাঙালি দর্শক। রোম্যান্স, পারিবারিক হাসি, কান্না, স্নেহ, ভালোবাসা সবটাই রয়েছে ভীষণ ভাবে। ছবির বিভিন্ন মুডের সঙ্গে মিলিয়ে খুব সুন্দর গান তৈরি করেছে শুভঙ্কর ও শুভম। যে রকম বাংলা ছবি সকলের, যে ছবি বিনোদনের মধ্যে দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালোবাসে, সব ভেদাভেদ নির্বিশেষে দর্শকদের প্রিয় হয়ে উঠতে ভালোবাসে, ‘ওহ! লাভলি’ ঠিক তেমন একটা ছবি। আশা রাখছি দর্শকদের এই ছবি ভালো লাগবে’।





Made in India