বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলের (Indian Team) ফাস্ট বোলার মোহম্মদ সামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Video) হচ্ছে। জানিয়ে দিই, সামি পত্নী হাসিন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। আর তিনি সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেটা ইন্টারনেটে দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে।

ওই ভিডিওতে হাসিন জাহানকে নেহা কক্কড়ের (Neha Kakkar) গান ‘এক তো কম জিন্দেগানি” তে ধামাকাদার ড্যান্স করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও টি এখনো পর্যন্ত ৫৭ হাজার মানুষ দেখেছে। ওই ভিডিওতে হাসিন জাহানকে সাদা জ্যাকেট আর ব্ল্যাক প্যান্ট পরে নাচতে দেখা যাচ্ছে। হাসিন জাহানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে।
জানিয়ে দিই, হাসিন নিজের জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন। সামি আর হাসিনের মধ্যে বেশ কয়েকবছর ধরে বনিবনা চলার কারণে এখন তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। হাসিন জাহান তাঁর স্বামী মোহম্মদ সামির বিরুদ্ধে নির্যাতন সমেত কয়েকটি গুরুতর অভিযোগ করেছে। দুজন ২০১৮ সাল থেকে আলাদা আছেন। যদিও এখনো পর্যন্ত দুজনের তালাক হয়নি।
https://www.instagram.com/p/CGh6NpWAQ4I/?utm_source=ig_embed&utm_campaign=loading





Made in India