বাংলাহান্ট ডেস্ক: হইচই-এর ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের জন্য ঝুমা বৌদি এখন বেশ পরিচিত নাম বাংলায়। অবশ্য তার আগে থেকেই ভোজপুরি ছবিতে অভিনয় করেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা। ভোজপুরি ইন্ডাস্ট্রির তিনি ‘সেনসেশন’ বললেও কম বলা হবে। পাশপাশি হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। তবে এমনিতে কিন্তু আদ্যোপান্ত বাঙালি কন্যে মোনালিসা। তাঁর আসল নাম অন্তরা। কিন্তু সেই নামে তাঁকে খুব বেশি মানুষ চেনেন না।

বাংলা ইন্ডাস্ট্রিতে মোনালিসার প্রথম কাজ ‘দুপুর ঠাকুরপো’। সিরিজটির প্রথম ভাগ উমা বৌদি অর্থাৎ স্বস্তিকা মুখার্জির জন্য জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। এরপরে দ্বিতীয় ভাগে আসেন মোনালিসা ঝুমা বৌদির চরিত্রে। এই ভাগটিও একই রকম জনপ্রিয়তা পেয়েছিল। এরপরেই আরও বেশি মানুষ চিনতে শুরু করে তাঁকে। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িংও বাড়তে শুরু করে হু হু করে। আর বাড়বে নাই বা কেন? মাঝে মাঝেই নানা হট ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করতে মোনালিসার থেকে ভাল আর কেই বা জানেন।
https://www.instagram.com/p/B7sPDpCFkTm/?utm_source=ig_web_copy_link
সম্প্রতি ফের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন মোনালিসা। তাঁর সাম্প্রতিক ফটোশুটের অন্তর্গত এই ছবি। থাই হাই স্লিট স্কার্ট ও স্লিভলেস ক্রপ টপে শরীরী বিভঙ্গে যেন ঢেউ তুলেছেন মোনালিসা। তাঁর আবেদনময়ী চাহনিকে উপেক্ষা করার মতো সাহস সম্ভবত কোনও পুরুষেরই নেই। বলা বাহুল্য, ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ছবি।
https://www.instagram.com/p/B7uyL_RFdm5/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7pa5sxlAba/?utm_source=ig_web_copy_link
তবে শুধু এই একটি ছবি নয়। বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মোনালিসা। প্রতিটি ছবিতেই লাস্য সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। কোনোটাতে জ্যাকেটের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে অন্তর্বাস তো কোনোটায় পুলের ধারে বিকিনিতে ধরা দিয়েছেন ঝুমা বৌদি। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘নজর’ নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন মোনালিসা।





Made in India