বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ (monami ghosh)। বহুদিন ধরেই টিভি ধারাবাহিকে তাঁকে দেখে আসছে মানুষ। সেই হিসেবে তিনি বেশ ব্যস্ত অভিনেত্রীও বটে। কিন্তু কাজের ফাঁকে একটু ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন তিনি। সেই সব বেড়ানোর ছবি শেয়ার করতেও ভোলেন না সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মনামী। মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। মনামী যে অসাধারন নাচেন তা অনেকেই জানেন। কিন্তু নাচ, অভিনয় ও গান ছাড়াও তাঁর যে আরও গুণ রয়েছে সেটা অনেকেই জানতেন না।

সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন মনামী। ভিডিওতে কাঁচের বোতলে রঙ করতে দেখা গিয়েছে তাঁকে। নিজে হাতে লাল, হলুদ নানান রঙে সাজিয়েছেন তিনি বোতলগুলোকে।
https://www.instagram.com/p/CB46rSgjqNX/?igshid=9fis51xpo16x
ঘর সাজানোর জন্য দারুন কাজের জিনিস এই বোতলগুলি। ফেলে দেওয়া জিনিসকে রিসাইকেল করেও যে অসাধারন করে তোলা যায় সেটাই দেখালেন অভিনেত্রী। নিজের ইউটিউব চ্যানেলে তিনি শেয়ার করেছেন এই ভিডিও।
https://www.instagram.com/p/CB6Ea67jF_s/?igshid=14qiohlhmhtzh
কিছুদিন আগেই থাইল্যান্ড ভ্রমণের একটি ভিডিও শেয়ার করেছিলেন মনামী। থাইল্যান্ডের চাও ফ্রায়া নদীর ওপর ক্রুজ ভ্রমণের ভিডিও পোস্ট করেছেন মনামী। তাঁর পরনে রয়েছে কালো প্যান্ট ও ক্রপ টপ ও সবুজ জ্যাকেট। খোলা চুল ও সানগ্লাসে অসাধারন সুন্দরী লাগছে অভিনেত্রীকে। তাঁর থাইল্যান্ড ভ্রমণের সময়কারই ভিডিও এটি।
https://www.instagram.com/p/CBpZmiHDotF/?igshid=1i7l530cfrf2n
https://www.instagram.com/p/CBLRDtpjke7/?igshid=1a8vp849k7tgw
এর আগে এর আগে ভিয়েতনাম ভ্রমণের অনেক ছবিই শেয়ার করেছেন মনামী। তবে শুধু ভিয়েতনাম নয়। ইটালি, দুবাই, নিউ ইয়র্কেও ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।





Made in India