বাংলাহান্ট ডেস্ক : টলিউডের প্রতিভাবান অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। যেমন রূপবতী, তেমনি গুণবতী অভিনেত্রীকে দেখে একবাক্যে সকলেই বলবেন এমনটা। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। একই রকম ভাবে আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও বেশ সক্রিয় থাকেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে মনামীর (Monami Ghosh)। সেখানে ট্রাভেল ভ্লগ থেকে নাচের ভিডিও শেয়ার করে থাকেন তিনি।
পরিপাটি থাকতে ভালোবাসেন মনামী (Monami Ghosh)
কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। মনামীর (Monami Ghosh) ক্ষেত্রে একথাটি একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। যেমন নিজের কেরিয়ার গুছিয়ে নিয়েছেন তিনি, তেমনই সুন্দর ভাবে সাজিয়েছেন ঘর গৃহস্থালী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে ফুটে ওঠে তাঁর পারিপাট্য, নৈপুণ্য। বিভিন্ন পুজো, অনুষ্ঠানেও নিজের কাজে দায়িত্ব নেন মনামী।
আরো পড়ুন : বাড়ির বাইরে ভিনগ্রহীর আড্ডা! ২২ দিন ধরে সাইকেল চালিয়ে হৃতিকের সঙ্গে দেখা করতে এল ‘জাদু’!
বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজোর আয়োজন অভিনেত্রীর
সম্প্রতি কালীপুজোর দিন মনামীর (Monami Ghosh) বাড়িতে ছিল দীপান্বিতা লক্ষ্মীপুজো। সেই উপলক্ষে গোটা বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন তিনি। প্রতি বছর নিজের হাতেই আলপনা দিয়ে পুজোর গোছগাছ করতে দেখা যায় মনামীকে। এবারেও তার অন্যথা হয়নি। সিঁড়িতে এঁকেছেন ছোট্ট ছোট্ট লক্ষ্মীর পা, সঙ্গে সাজিয়েছেন প্রদীপ দিয়ে। পাশাপাশি নিজেও সেজেছেন পরিপাটি করে।
আরো পড়ুন : মুম্বই নিবাসী, ‘ডাক্তারবাবু’কে ছেড়ে শাহরুখের ঘরের মানুষের সঙ্গে প্রেম! বিরাট চমক দিলেন ঋতাভরী
নেটিজেনরা মুগ্ধ মনামীতে
এদিন সোনালি বুটি দেওয়া লাল টুকটুকে ব্লাউজের সঙ্গে উজ্জ্বল হলুদ শাড়ি পরেছিলেন মনামী (Monami Ghosh)। দু হাতে ভর্তি করে সোনালি চুড়ি, পলা বাঁধানো। কানে বড় দুল। পায়ে রূপো এবং সোনালি নুপূর। সঙ্গে হাতে এবং পায়ে সুন্দর করে পরা আলতা। বুকে আলতা দিয়ে লেখা ওঁ। মনামীর (Monami Ghosh) দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তিনিই যেন সাক্ষাৎ লক্ষ্মী।

সোশ্যাল মিডিয়ায় পুজোর ছবি শেয়ার করে মনামী লিখেছেন, ‘দীপান্বিতা’। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মনামীকে। একজন লিখেছেন, ‘পা দুটো একদম লক্ষ্মী ঠাকুরের মতো’। আরেকজন লিখেছেন, ‘সাক্ষাৎ মা লক্ষ্মী আর মা সরস্বতী পৃথিবীতে এসেছেন’। মনামীর মিষ্টি ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।





Made in India