বাংলা হান্ট ডেস্কঃ সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। কিন্তু বাঘও সিংহের মতই বিপদজনক। বাঘের এক গর্জনে গোটা জঙ্গল কেঁপে ওঠে। বাঘ বাঁদরকে মারে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু বাঁদরের ভয়ে বাঘ জড়সড় হয়ে যায়, সেটা এবার প্রথম জানা গেল।
শুধু তাই নয়, দুষ্টু বাঁদর বিপদজনক বাঘকে একের পর এক চড় মারছে, আর বাঘ মামা চুপচাপ সেটা সহ্য করছে। একটা না, দু দুটো বাঘকে চড় মেরে মেরে বাঁদর বুঝিয়ে দেয় যে, সে কোন কিছুতেই কম যায় না।
বাঁদরের এই কীর্তির ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) খুব ভাইরাল (Viral) হচ্ছে।
ওই ভিডিও বোন বিভাগের এক আধিকারিক সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেছেন। ওই ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা লেখেন, ‘যদি আপনি না দেখে থাকেন, তাহলে একটি পুরনো ভিডিও দেখে নিন। যেখানে এক বাঁদর বাঘদের জ্বালিয়ে মারছে।”
https://twitter.com/susantananda3/status/1265808347464216576
সুশান্ত নন্দা’র ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Video) হয়েছে। সবাই ওই ভিডিও যেমন দেখছে, তেমন আবার শেয়ার ও করছে। লকডাউনের মধ্যে বাঁদরের এই কীর্তি মানুষ খুব পছন্দ করছেন। আপনিও দেখে নিন বাঁদরের কীর্তির সেই ভিডিও।
 
			 





 Made in India
 Made in India