বাংলা হান্ট ডেস্ক: গতবছরের একদম শেষেই রাজ্যে এসেছিল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যদিও, চলতি বছরের শুরু থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রী নিয়ে সফর শুরু করে ট্রেনটি। এদিকে, রাজ্যের পাশাপাশি এই ট্রেনটিই ছিল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তবে, ঠিক এই আবহেই এবার এক বড়সড় তথ্য সামনে এল। জানা গিয়েছে, এবার শীঘ্রই হাওড়া থেকে একাধিক রুটে চলাচল শুরু করবে বন্দে ভারত।
অর্থাৎ, প্রাপ্ত তথ্য অনুযায়ী, শীঘ্রই আরও দু’টি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে সামনে এসেছে রুট সংক্রান্ত তথ্যও। সূত্রের খবর অনুযায়ী, একটি বন্দে ভারত হাওড়া এবং উত্তরপ্রদেশের বারাণসীর মধ্যে চলবে এবং অপরটি চলতে পারে হাওড়া-পাটনা রুটে।
তবে, এই দু’টি রুটের পাশাপাশি আরও নতুন কিছু রুটে এই অত্যাধুনিক ট্রেনটি চালানো যায় কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, পাটনা-রাঁচি রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হতে পারে। পাশাপাশি, হাওড়া-ঝাড়সুগুড়া ভায়া টাটা বন্দে ভারত এক্সপ্রেস চালানোর বিষয়টিও নজরে রয়েছে।
এদিকে, রিপোর্ট অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকেই বিহারের উপর দিয়ে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, ওই তিনটি বন্দে ভারতের মধ্যে দু’টিই চলবে হাওড়া থেকে। শুধু তাই নয়, দানাপুর রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, হাওড়া-রাঁচি ও হাওড়া পাটনা রুটে জনশতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারত চালু করাই রেলের লক্ষ্য রয়েছে।

তবে, এর আগে জানা গিয়েছিল যে, হাওড়া থেকে পুরী পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করছে রেল। যদিও, এই প্রসঙ্গে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই দূরপাল্লায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন চালু করার বিষয়টি সামনে এসেছে। এমতাবস্থায়, জানা গিয়েছে, চলতি বছরেই ওই ট্রেন নির্মাণের জন্য বরাত দেওয়া হতে পারে। আরও উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হবে ওই ট্রেন। পাশাপাশি, ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার থেকে বাড়িয়ে ২২০ কিলোমিটার হবে বলেও জানানো হয় রেলের তরফে।





Made in India